<p style="text-align:justify">আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে চট্টগ্রামে দায়ের হওয়া ৯ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া মোশাররফের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। </p> <p style="text-align:justify">বুধবার (১৫ জানুয়ারি) চট্টগ্রামের তিনজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পুলিশের দাখিল করা তিনটি আবেদনের ওপর আলাদাভাবে শুনানি শেষে এ আদেশ দিয়েছেন।</p> <p style="text-align:justify">চট্টগ্রাম জেলা পুলিশের পরিদর্শক (প্রসিকিউশন) হাবিবুর রহমান কালের কণ্ঠকে বলেন, চট্টগ্রামের মীরসরাই ও জোরারগঞ্জ থানার ৯টি মামলায় মোশাররফকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তিন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।</p> <p style="text-align:justify">এর আগে বুধবার সকালে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে কঠোর নিরাপত্তার মধ্যে কারাগার থেকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। এ সময় আদালত এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। <br />  </p>