<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফিলিস্তিনের গাজায় ১৫ মাস ধরে চলা যুদ্ধ এবং হাজার হাজার মানুষ নিহত হওয়ার পর অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে হামাস ও ইসরায়েল। স্থানীয় সময় গতকাল বুধবার রাতে একজন মার্কিন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।  </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত রাতে এক সংবাদ সম্মেলনে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস। আগামী রবিবার থেকে এই চুক্তি কার্যকর হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছার বিষয়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, তাদের প্রতিনিধিদল মধ্যস্থতাকারীদের কাছে যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তির অনুমোদন পৌঁছে দিয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইসরায়েল জানিয়েছে, যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির বেশ কয়েকটি বিষয় এখনো অমীমাংসিত রয়েছে। তবে তারা আশা করছে, সেগুলো সমাধান হয়ে যাবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চুক্তির বেশ কয়েকটি ধারা অমীমাংসিত রয়ে গেছে। আমরা আশা করি, আজ (বুধবার) রাতের মধ্যেই সেগুলো সমাধান হয়ে যাবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে যুদ্ধবিরতির খবরে গত রাতে গাজার খান ইউনিসসহ বিভিন্ন এলাকায় ফিলিস্তিনিদের উল্লাস করতে দেখা গেছে। আব্দুল্লাহ আল-বায়সুনি নামের এক যুবক বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‌‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমি আমার বাড়িতে ফিরে যাওয়ার এবং পরিবারের সদস্যদের সঙ্গে পুনর্মিলনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমরা খুবই খুশি। অবশেষে এই সংকট, আমাদের সঙ্গে ঘটে যাওয়া এই দুঃখ, বোমা হামলা ও মৃত্যুর অবসান হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা আমাদের নিজেদের শহরে ফিরে যাব। আমাদের পরিবারের কাছে ফিরে যাব। আমাদের পুরনো জীবনে ফিরে যাব। আগের মতোই সুখে-শান্তিতে থাকব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। গাজায় মহাকাব্যিক যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতার জন্য কৃতিত্ব নিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজায় জিম্মিদের বিষয়ে আমরা একটি চুক্তিতে পৌঁছেছি। শিগগিরই তারা মুক্তি পাবে। এই চুক্তি </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‌</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সারা বিশ্বকে ইঙ্গিত দিয়েছে, আমার প্রশাসন শান্তির সন্ধান করবে এবং সব আমেরিকান ও আমাদের মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করবে। হোয়াইট হাউসে না থাকা সত্ত্বেও আমরা অনেক কিছু অর্জন করেছি। আমি যখন হোয়াইট হাউসে ফিরে আসব, তখন কী কী বিস্ময়কর ঘটনা ঘটবে তা কল্পনা করুন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিদায়ি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকেও এই চুক্তির জন্য কৃতিত্ব নিতে দেখা গেছে। তিনি বলেন, বর্তমান যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাবটি মূলত তাঁর দলের মে মাসে উত্থাপিত প্রস্তাবের মতোই ছিল।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কাতার, মিসর, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতির প্রস্তাবটি এর আগে বেশ কয়েকবার দেওয়া হলেও ইসরায়েল বারবার এটি এড়িয়ে যাচ্ছিল। এর ফলে হামাসের সঙ্গে ইসরায়েলের শান্তি আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে দেরি হচ্ছিল।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্যদিকে গতকাল ইসরায়েলি বাহিনী গাজায় ব্যাপক হামলা চালিয়েছে। গত ২৪ ঘণ্টায় গাজায় স্কুলসহ বেশ কয়েকটি বাড়িতে ইসরায়েলের চালানো বোমা হামলায় অন্তত ৬২ ফিলিস্তিনি নিহত হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের চালানো হামলায় অন্তত ৪৬ হাজার ৭০৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরো এক লাখ ১০ হাজার ২৬৫ জন। ওই দিন ইসরায়েলে হামাসের হামলায় অন্তত এক হাজার ১৩৯ জন ইসরায়েলি নিহত হয়। হামাসের হাতে বন্দি হয় ২০০ জনেরও বেশি মানুষ। সূত্র : এএফপি, আলজাজিরা, বিবিসি</span></span></span></span></span></p>