<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশের বিচার বিভাগে আর্থিক লেনদেন বন্ধ করাসহ বেশ কয়েকটি সংস্কার প্রস্তাব দিয়েছে হেযবুত তওহীদ নামের একটি সংগঠন। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের ঢাকা বিভাগীয় আমির মাহবুবুল আলম মাহফুজ প্রস্তাবের কথা জানান। তিনি বলেন, একাত্তরে স্বাধীনতার পর প্রণীত সংবিধানে এরই মধ্যে ১৭টি সংশোধনী আনা হয়েছে। তবু বর্তমান সংবিধানে এমন কিছু ধারা ও বিধান রয়েছে, যা স্বৈরাচারী শাসনের সুযোগ তৈরি করতে পারে। তাই এ ক্ষেত্রে আরো কার্যকর সংস্কার প্রয়োজন।  তিনি আরো বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শুধু কাঠামোগত বা আংশিক সংস্কার করে কোনো কার্যকর ফল পাওয়া যাবে না। বরং রাষ্ট্রব্যবস্থার আমূল পরিবর্তন অপরিহার্য। এটাই ছিল ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রধান দাবি। আমাদের সুপারিশ হলো রাষ্ট্রের সংবিধানের ভিত্তি হতে হবে আল্লাহর প্রদত্ত বিধান।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>