<p>অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা-কর্মচারীকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী-কর্মকর্তা হিসেবে অন্তর্ভূক্তিসহ জুডিসিয়াল সার্ভিসের আলোকে বেতন-ভাতা চেয়ে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন স্মারকলিপি প্রদান করেছে।</p> <p>মঙ্গলবার (৭ জানুয়ারি) ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিনের মাধ্যমে প্রধান বিচারপতি বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এসময় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রেজোয়ান খন্দকার ও সাধারণ সম্পাদক কাজী মো. ছালাউদ্দিনসহ ঢাকা জেলা কমিটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="খালেদা জিয়ার জন্য জি এম কাদেরের বার্তা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/07/1736250783-01690cce460d9e327ec5ac8c908466f9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>খালেদা জিয়ার জন্য জি এম কাদেরের বার্তা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2025/01/07/1466085" target="_blank"> </a></div> </div> <p>স্মারকলিপিতে বলা হয়েছে, বিচার বিভাগের জন্য সুপ্রীম কোর্টের অধীন পৃথক সচিবালয় করে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা-কর্মচারীকে বিচার বিভাগের সহায়ক কর্মকর্তা-কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা প্রদান এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের অধীনে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ন করতে হবে।</p> <p>দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বিচার বিভাগের সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বতন্ত্র নিয়োগবিধিসহ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের বিদ্যমান ১ম থেকে ৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম থেকে ১২তম গ্রেডভুক্ত করে দীর্ঘদিনের বৈষম্য নিরসনের দাবি জানানো হয়।</p>