<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জুলাই-আগস্টে নিহতদের মধ্যে অনেকেই আন্দোলনের অংশ ছিলেন না। তাঁরা পথচারী কিংবা গোলাগুলির ধারেকাছে বাস বা কাজ করতেন। গতকাল বুধবার রাজধানী ঢাকায় ইন্টারন্যাশনাল ট্রুথ অ্যান্ড জাস্টিস প্রজেক্ট এবং টেক গ্লোবাল ইনস্টিটিউটের </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ব্লাডশেড ইন বাংলাদেশ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> নামে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রতিবেদনে বলা হয়, আন্দোলনকারীরা পুলিশের প্রতিক্রিয়া দেখে হতবাক হয়েছিলেন। কেননা নিরাপত্তা বাহিনীগুলো জনতাকে নিয়ন্ত্রণ করতে কোনো অহিংস উপায় নেয়নি এবং সরাসরি গুলি ব্যবহারের আগে সতর্কতা জারি করতে ব্যর্থ হয়েছে। পুলিশ আহতদের চিকিৎসায় কোনো সহায়তাও করেনি। বরং তারা প্রায়ই এই প্রক্রিয়ায় বাধা দিয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রতিবেদনে আরো বলা হয়, জুলাই-আগস্টে রাজধানীর চিকিৎসাসেবা আহতের সংখ্যায় কম ছিল। এক জায়গায় একটি হাসপাতালে আক্ষরিক অর্থে গজ ও ব্যান্ডেজ ফুরিয়ে গিয়েছিল। শোকাহত পরিবারগুলোর জন্য সন্ধান প্রায়ই অপরিচিত লোকের কাছ থেকে একটি ফোনকলের মাধ্যমে শুরু হয়েছিল, যারা তাদের অবিলম্বে হাসপাতালে এসে তাদের গুলিবিদ্ধ সন্তান কিংবা ভাই-বোনের খোঁজ নিতে বলেছিল।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রতিবেদন প্রকাশের অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল ট্রুথ অ্যান্ড জাস্টিস প্রজেক্টের নির্বাহী পরিচালক ইয়াসমিন সুকা বলেন, আন্দোলনের সময় পুলিশের বেআইনি ও উদ্দেশ্যমূলক বল প্রয়োগ ছিল। এটি মানবাধিকারের চরম লঙ্ঘন।</span></span></span></span></span></p>