<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত ১৫ বছরে অনুষ্ঠিত জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত হয়ে যাঁরা কারচুপি ও অনিয়ম করেছেন তাঁদের তালিকা করবে বিএনপি। দলের সিদ্ধান্ত অনুযায়ী বিতর্কিত শিক্ষকসহ জড়িত অন্যদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। গত মঙ্গলবার বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এই তালিকা তৈরির নির্দেশনা দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে ৯ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, এক বিভাগের সহসাংগঠনিক সম্পাদক উপস্থিত ছিলেন। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদও ছিলেন।   দলটির নেতারা বলছেন, ভোটার তালিকা হালনাগাদের জন্য নির্বাচন কমিশন এরই মধ্যে সরকারি হাই স্কুল ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে। এঁদের মধ্যে বেশ কিছু শিক্ষক আছেন যাঁরা ভোটকেন্দ্রে থেকে বিগত নির্বাচনগুলোতে আওয়ামী লীগ প্রার্থীর জয় নিশ্চিত করতে কারচুপিসহ নানা অনিয়মে সহযোগিতা করেছেন।</span></span></span></span></span></p>