<p>রাজধানীর কদমতলীর মাতুয়াইল এলাকা থেকে ‘ডাকাত’দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি লালবাগ বিভাগ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।</p> <p>গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. রুবেল (৩১), হাসান উদ্দিন (৩০), মো. রাশেদ (২৯) ও  মো. বিপ্লব শেখ (৩১)। এ সময় তাঁদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি খেলনা রিভলভার ও দুটি ব্যবহূত (ফায়ারড) সিসার তৈরি বুলেট উদ্ধার করা হয়। </p> <p>গতকাল বুধবার ডিএমপির মিডিয়া শাখা সূত্রে এসব তথ্য জানা গেছে। ডিবি লালবাগ বিভাগ সূত্রে জানা গেছে, মাতুয়াইলে মা ও শিশু হাসপাতালের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পারে ফুটওভার ব্রিজের কাছে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।</p> <p>এ সময় চার-পাঁচজন দুষ্কৃতকারী পালিয়ে যায়। গ্রেপ্তার হওয়া চার ব্যক্তিসহ অজ্ঞাতপরিচয়ের পালিয়ে যাওয়া দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা করা হয়েছে।</p>