<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার সমান, অন্য দেশ হলে তিনি গ্রেপ্তার হতেন বলে মন্তব্য করেছেন ভারতের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভাগবত তাঁর বক্তব্যের মধ্য দিয়ে ভারতীয় স্বাধীনতা সংগ্রামকে উপেক্ষা এবং সংবিধানের অপমান করেছেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> গতকাল বুধবার দিল্লিতে কংগ্রেসের নতুন দপ্তর ইন্দিরা ভবন উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন রাহুল গান্ধী। মোহন ভাগবত মন্তব্য করেছিলেন, রামমন্দির তৈরির পর ভারত সত্যিকারের স্বাধীনতা পেয়েছে। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সমালোচনায় সরব হয়েছেন বিরোধীরা। ভাগবতের এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন রাহুল। কংগ্রেস নেতা রাহুল বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতের স্বাধীনতা নিয়ে দেশবাসীকে অসম্মান করেছেন ভাগবত। তিনি যা বলেছেন তা রাষ্ট্রদ্রোহিতা। কারণ তাঁর বক্তব্য অনুযায়ী সংবিধান অবৈধ। ভারত ছাড়া অন্য কোনো দেশে এই ধরনের মন্তব্য করা হলে এতক্ষণে তাঁকে গ্রেপ্তার করা হতো। ভাগবতের বক্তব্য অনুযায়ী ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা সবই অবৈধ।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সূত্র : হিন্দুস্তান টাইমস, সংবাদ প্রতিদিন, দি ইন্ডিয়ান এক্সপ্রেস</span></span></span></span></span></p>