<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানী ঢাকার পাঁচ থানার পৃথক পাঁচ মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ৯ জনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে তাঁদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্য যাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে তাঁরা হলেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মোহাম্মদ ফারুক খান, সাবেক এমপি হাজি সেলিম ও তাঁর ছেলে সাবেক এমপি সোলাইমান সেলিম, ডিএমপির সাবেক এডিসি জুয়েল রানা ও গাজীপুরের শ্রীপুর পৌর যুবলীগের সভাপতি আব্দুর রউফ। তাঁদের মধ্যে রাজধানীর আদাবর থানার হত্যা মামলায় দীপু মনি, জুনাইদ পলক, হাজি সেলিম ও ফারুক খানকে গ্রেপ্তার দেখানো হয়। আর নিউ মার্কেট থানার হত্যাচেষ্টা মামলায় পলক ও জুয়েল রানা, কোতোয়ালি থানার হত্যাচেষ্টা মামলায় আনিসুল হক ও সোলাইমান, গুলশান থানার হত্যা মামলায় শামসুদ্দিন মানিক ও হাতিরঝিল থানার হত্যা মামলায় আব্দুর রউফকে গ্রেপ্তার দেখানো হয়েছে।</span></span></span></span></span></p>