<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজীপুর মহানগরীর পুবাইল থেকে বিদেশি পিস্তল ও ৪০০ পিস ইয়াবাসহ নাদিম (৪৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুবাইল থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে পুবাইলের হাড়িবাড়িটেক এলাকার বড় বোনের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নাদিম গাজীপুর সিটি করপোরেশনের ৪১ নম্বর ওয়ার্ডের সাপমারা এলাকার মো. মতিউর রহমানের ছেলে। গতকাল বুধবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (অপরাধ) দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসির উদ্দিন এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।</span></span></span></span></span></p>