<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংগীত, আবৃত্তি, আলোচনা ও শ্রদ্ধা-ভালোবাসার মধ্য দিয়ে সাহিত্যিক, সাংবাদিক ও মার্ক্সবাদী তাত্ত্বিক প্রয়াত রণেশ দাশগুপ্তকে স্মরণ করেছে সাংস্কৃতিক সংগঠন উদীচী। গতকাল বুধবার ১৫ জানুয়ারি তাঁর ১১৪তম জন্মদিনে তাঁকে স্মরণ করা হয়। তিনি সংগঠনটির অন্যতম প্রতিষ্ঠাতা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সন্ধ্যায় ঢাকায় উদীচী কেন্দ্রীয় কার্যালয়ে এ স্মরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি হাবিবুল আলম। উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দের সঞ্চালনায় এতে বিভিন্ন শাখা সংসদের শিল্পী ও কর্মীরা অংশ নেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনুষ্ঠানের শুরুতে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কোন আলোকে প্রাণের প্রদীপ জ্বালিয়ে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> গানটি সমবেতভাবে পরিবেশন করেন শিল্পীরা। এরপর রণেশ দাশগুপ্তের জীবন, আদর্শ ও রচনা নিয়ে আলোচনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নিবাস দে, প্রবীর সরদার, জামসেদ আনোয়ার তপন, সহসাধারণ সম্পাদক ইকবালুল হক খান, কোষাধ্যক্ষ বিমল মজুমদার প্রমুখ। অনুষ্ঠানে কয়েকটি সমবেত সংগীত পরিবেশন করেন উদীচীর সংগীত বিভাগের শিল্পীরা। একক আবৃত্তি পরিবেশন করেন বাচিকশিল্পী আতিকুজ্জামান মির্জা ও শিখা সেনগুপ্তা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বক্তব্যে অমিত রঞ্জন দে বলেন, একজন তুখোড় সাংবাদিক, বিজ্ঞ সাহিত্যিক, অসামান্য প্রাবন্ধিক হিসেবে রণেশ দাশগুপ্ত জীবনকালে সব সময়ই তাঁর আশপাশের মানুষকে শিখিয়ে গেছেন কিভাবে সৎ থেকে, নিজের আদর্শে অটল থেকে সমাজ পরিবর্তনের স্বার্থে ইতিবাচক কাজ করা যায়। আজীবন একটি অসাম্প্রদায়িক মৌলবাদমুক্ত সাম্যবাদী সমাজ গড়ার প্রত্যয় নিয়ে লড়াই-সংগ্রাম করে গেছেন তিনি। ১৯৫৪ সালের নির্বাচনে তিনি অমুসলিম হয়েও পুরান ঢাকার মুসলিমপ্রধান অঞ্চল থেকে নির্বাচিত হন, যা কি না দল-মত বা সাম্প্রদায়িক চিন্তা-ভাবনা দূরে রেখে রণেশ দাশগুপ্তের জনপ্রিয়তাকে প্রমাণ করে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিমল মজুমদার বলেন, নিজের লেখা ও কর্মকাণ্ডের মধ্য দিয়ে রণেশ দাশগুপ্ত সবাইকে বোঝানোর চেষ্টা করেছেন সাম্যবাদী সমাজব্যবস্থার গুরুত্ব। নব্বইয়ের দশকে যখন সমাজতান্ত্রিক বিশ্বে বিপর্যয় নেমে আসে তখনো তিনি নিজের লেখনীর মাধ্যমে তরুণ প্রজন্মকে লড়াইয়ের ময়দানে থাকার অনুপ্রেরণা দিয়েছেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, ১৯৬৮ সালের ২৯ অক্টোবর শিল্পী-সংগ্রামী সত্যেন সেনসহ বেশ কয়েকজন প্রগতিশীল মুক্তচিন্তার মানুষকে সঙ্গে নিয়ে রণেশ দাশগুপ্ত প্রতিষ্ঠা করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। যেকোনো ধরনের অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে সব সময়ই সোচ্চার থাকার শিক্ষা দিয়েছেন রণেশ দাশগুপ্ত। তিনি মনে করতেন, শিল্পীরা যখন সংগঠক হিসেবে আবির্ভূত হন তখন সংগঠনকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া যায়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">১৯১২ সালের ১৫ জানুয়ারি জন্মগ্রহণ করা রণেশ দাশগুপ্ত ১৯৯৭ সালের ৪ নভেম্বর ভারতের পশ্চিমবঙ্গে মৃত্যুবরণ করেন।</span></span></span></span></span></p>