তাই কোনো প্রকার ব্যাখ্যা ছাড়া তা বিশ্বাস করা আবশ্যক। (আয়াত : ১)
২. ইসরা ও মিরাজ উভয়টি নবীজি (সা.)-এর সশরীরে হয়েছিল। (আয়াত : ১)
৩. আল্লাহ সেই বান্দার প্রতি সন্তুষ্ট হন যে পানাহারের পর তাঁর কৃতজ্ঞতা আদায় করবে। (আয়াত : ৩)
৪. মানুষ যখন আল্লাহ ও তাঁর বান্দাদের অধিকার নষ্ট করে, তখন আল্লাহ তাদের ওপর অত্যাচারী শাসক ও বাহিনী চাপিয়ে দেন। (আয়াত : ৫)
৫. অধিক জনসংখ্যা অভিশাপ নয়, বরং তা আল্লাহর অনুগ্রহ।
(আয়াত : ৬)
৬. দিনের প্রকৃতি ও পরিবেশ কাজের উপযোগী। তাই দিনের কর্মঘণ্টার যত্নবান হওয়া আবশ্যক। (আয়াত : ১২)
৭. একজনের অপরাধে অন্যকে শাস্তি দেওয়া শরিয়তে অনুমোদিত নয়। (আয়াত : ১৫)
৮. তিন জিনিস বিশুদ্ধ না হলে আমল কবুল হয় না : ক. আকিদা-বিশ্বাস, খ. নিয়ত, গ. কাজ। (আয়াত : ১৮-১৯)
৯. আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার মতো
মা-বাবার প্রতি কৃতজ্ঞ হওয়া ওয়াজিব।
(আয়াত : ২৩)
১০. পিতা-মাতার হক নষ্ট করা এবং তাদের অবাধ্যতার শাস্তি আল্লাহ দুনিয়ায়ও দেন। (আয়াত : ২৩)
১১. মা-বাবার পাশাপাশি আত্মীয়-স্বজনের অধিকার আদায় করাও গুরুত্বপূর্ণ।
(আয়াত : ২৬)
১২. প্রয়োজন পূরণ ও নেক কাজে মানুষ ব্যয় করবে। তবে ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় সম্পদ অবশিষ্ট রাখবে। (আয়াত : ২৯)
১৩. ইসলামে কন্যাশিশুর প্রতি বিদ্বেষ নিন্দনীয় ও নিষিদ্ধ। (আয়াত : ৩১)
১৪. শরিয়তের ভ্রূণহত্যা নিষিদ্ধ।
(আয়াত : ৩১)
১৫. ব্যভিচার যেমন হারাম, ব্যভিচারের প্রতি প্রলুব্ধ করে এমন সব কিছু হারাম। যেমন—অসংযত দৃষ্টি, বিয়েবহির্ভূত সম্পর্ক ইত্যাদি। (আয়াত : ৩২)
১৬. এতিমের সম্পদ আত্মসাত্ করা আরো গুরুতর পাপ। (আয়াত : ৩৪)
১৭. পাপ ও ধৃষ্টতার কারণে মানুষের চিন্তা-ভাবনায় অসারতা দেখা দেয়। (আয়াত : ৪৫)
১৮. রাসুলুল্লাহ (সা.)-এর ব্যাপারে মন্দ বিশেষণ ব্যবহার করা এবং তাঁকে মন্দ কিছুর সঙ্গে তুলনা করা অপরাধ। (আয়াত : ৪৮)
১৯. মুমিন ক্রোধের সময়ও সংযম প্রদর্শন করে। (আয়াত : ৫৩)
২০. তিনটি বিশেষ গুণের মাধ্যমে রাসুল (সা.)-কে সব নবী-রাসুলের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। তাহলো : ক. শেষ নবী হওয়া, খ. শেষ্ঠ ও চূড়ান্ত কিতাব কোরআন লাভ, গ. মিরাজে গমন। (আয়াত : ৫৫)
২১. ইবাদত ও আনুগত্যের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভই আল্লাহকে পাওয়ার মাধ্যম। (আয়াত : ৫৭)
২২. ছোট ছোট বিপদের মাধ্যমে আল্লাহ প্রথমে মানুষকে সতর্ক করেন। অতঃপর তাদেরকে ধ্বংস করেন। (আয়াত : ৫৮)
২৩. মানুষের শ্রেষ্ঠত্বের মূল ভিত্তি ঈমান, আল্লাহভীতি ও তাঁর নৈকট্য। (আয়াত : ৭০)
২৪. মানুষকে মাতৃভূমি থেকে বের করে দেওয়া পাপ। (আয়াত : ৭৬)
২৫. তাহাজ্জুদ সবচেয়ে মর্যাদাশীল নফল নামাজ। (আয়াত : ৭৯)
২৬. কোরআন শারীরিক ব্যাধির জন্যও আরোগ্যস্বরূপ। (আয়াত : ৮২)
২৭. রুহ সরাসরি আল্লাহর আদেশে সৃষ্টি। (আয়াত : ৮৫)
গ্রন্থনা : মুফতি আতাউর রহমান