<p>জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। সিনেমা, নাটক, অ্যালবাম, বিজ্ঞাপনের জিঙ্গেল থেকে শুরু করে রেডিও, টিভি আয়োজন সব মাধ্যমেই ভেসে বেড়াচ্ছে তার কণ্ঠ। বর্তমানে ক্যারিয়ারের সোনালি সময় পার করছেন কনা। এমনিতেই তিনি জনপ্রিয় গায়িকা। সেই সঙ্গে তুফানের দুষ্টু কোকিল দিয়ে শ্রোতা-দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছিলেন। সম্প্রতি এসেছে কনার ‘প্রেমের দোকানদার’। পর্দায় যেমন একের পর এক হিট দিচ্ছেন, তেমনি দাঁপিয়ে বেড়াচ্ছেন মঞ্চেও। একের পর এক স্টেজ শো করছেন কনা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিয়ন্সের বড় অনুদান" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/14/1736831621-d4d0a896c5a1d76af882414b6f86625f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিয়ন্সের বড় অনুদান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/14/1468513" target="_blank"> </a></div> </div> <p>সম্প্রতি কনার কণ্ঠে প্রকাশ হয়েছে নতুন গান ‘প্রেমের দোকানদার’। এই গানটিও দারুণ হিট। রায়হান রাফির ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’র জন্য গানটি গেয়েছেন কনা। প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা ও সুর সংগীত করেছেন আকাশ সেন। তিনি কনার সহশিল্পীও বটে। গানটিতে ঠোঁট মিলিয়েছেন চিত্রনায়িকা পূজা চেরি। গানটি প্রকাশের পর পরই শ্রোতা দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। এরই মধ্যে গানটি ইউটিউবে ৪০ লাখের বেশি ভিউ পেয়েছে। কনা এ গান নিয়ে আরো আশাবাদী। তিনি বিশ্বাস করেন, গানটিতে শ্রোতা দর্শক আরো বুঁদ হবে।</p> <p>প্রেমের দোকানদার গানের শ্রোতাপ্রিয়তা প্রসঙ্গে কনা বলেন, ‘আমি আমার ক্যারিয়ারের শুরু থেকে সবসময়ই কৃতজ্ঞতা প্রকাশ করে আসছি আমার গানের ভক্ত শ্রোতাদের। কারণ আমি তাদের কারণেই আজকের কনা হতে পেরেছি। তাদের ভালো লাগার কথা মাথায় রেখেই কিন্তু প্রতিটি গান নির্বাচন করি। গানের কথা, গানের সুর নিয়ে ভীষণ ভাবি।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গানে ফেরেনি দর্শক, ভিউ পাচ্ছেন না শিল্পীরা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/14/1736829577-1e3282e896b330f93e1dadb680bcad4e.jpeg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গানে ফেরেনি দর্শক, ভিউ পাচ্ছেন না শিল্পীরা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/14/1468509" target="_blank"> </a></div> </div> <p>গান নির্বাচন করা বিষয়ে তিনি বলেন, ‘অনেক বেশি মৌলিক গান কিন্তু করি না। কিন্তু যাই করি ঠিকঠাক করতে চাই, যেন গানটি প্রকাশের সঙ্গে সঙ্গেই শ্রোতা দর্শকের মধ্যে ভালো লাগায় রূপান্তর হয়।’</p> <p>বর্তমানে প্রচুর স্টেজ শো করছেন কনা। এ নিয়ে গায়িকা বলেন, ‘চলতি বছরের শুরু থেকে স্টেজ শোতে এ গানও আমাকে গাইতে হচ্ছে। গত বছরের শেষ প্রান্তে যত জায়গায় শো করতে গিয়েছি, তত জায়গায়ই ‘দুষ্টু কোকিল’-এর অনুরোধ ছিল, এখনো আছে, আরো বহুদিন হয়তো থাকবে। তবে পাশাপাশি এখন আমার কণ্ঠে প্রেমের দোকানদার গানটিও শোনাতে অনুরোধ করেন। সত্যি বলতে কি, আমি সবসময়ই স্টেজ শোতে নিজের মৌলিক গানই গেয়ে থাকি। এটা আমার সৌভাগ্য যে আমার নিজেরই বেশকিছু জনপ্রিয় মৌলিক গান আছে, যা শুনতেই শ্রোতা দর্শকরা তাদের আয়োজনে আমাকে নিমন্ত্রণ করেন। শিল্পী হিসেবে এটাই আমার অনেক বড় প্রাপ্তি যে আমি নিজের গান দিয়েই শ্রোতা দর্শককে মুগ্ধ করতে পারছি।’</p>