ঢাকা, শনিবার ২২ মার্চ ২০২৫
৮ চৈত্র ১৪৩১, ২১ রমজান ১৪৪৬

ঢাকা, শনিবার ২২ মার্চ ২০২৫
৮ চৈত্র ১৪৩১, ২১ রমজান ১৪৪৬
আরো খবর

নাহিদের গান বাবার ছেঁড়া জামা

শেয়ার
নাহিদের গান বাবার ছেঁড়া জামা
নাহিদ হাসান

নতুন বছরের শুরুতেই গানে মুখর হয়ে উঠলেন নাহিদ হাসান। দিন কয়েক আগেই দুঃখ দেয়ার মানুষ শিরোনামে একটি গান উপহার দিয়েছেন এই সংগীতশিল্পী। লোকজ আঙ্গিকের সে গানের রেশ কাটতে না কাটতেই আরেকটি গান নিয়ে হাজির নাহিদ। এবার বাবার ছেঁড়া জামা নিয়ে আসছেন তিনি।

গানচিল মিউজিক থেকে এটি প্রকাশিত হবে ১৬ জানুয়ারি। গানের কথা ও সুর নাহিদ নিজেই সাজিয়েছেন। সংগীতায়োজনে সাজিদ সরকার। ভিডিও নির্মাণে সোহেল রাজ।
গানটি নিয়ে নাহিদ বলেন, জীবনের কোনো একসময় আমার সঙ্গে ঘটে যাওয়া মুহূর্তের বহিঃপ্রকাশ এই গান। যখন এই গান লিখি, তখন আমার বাবা বেঁচে ছিলেন। সে সময় গানের শেষের অংশটুকু শুধু গল্পটা শেষ করার জন্যই লিখেছিলাম। কিন্তু এখন বাবা নেই আর আমি সেই পরিস্থিতির মধ্য দিয়ে সত্যিই হেঁটে যাচ্ছি! এ কারণে শুটিংয়ে বেশ কিছু দৃশ্যে আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম।
বাবাকে ভীষণ মনে পড়েছে। মনে হয়, এটা কি শুধুই একটা গান? প্রত্যেকের জীবনে এই সময় কি আসেনি বা আসবে না? এদিকে আরো দুটি গানও এরই মধ্যে প্রস্তুত করে রেখেছেন নাহিদ। এর মধ্যে বাবার সাইকেল শিরোনামের একটি গান আসবে ধ্রুব মিউজিক আমার গান প্রকল্প থেকে। অন্যটি পরিচয় নেই অ্যালবামের গান হিসেবে নিজের চ্যানেলেই উন্মুক্ত করবেন।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

এক নাটকে মেহজাবীনের ঈদ

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
এক নাটকে মেহজাবীনের ঈদ

শোবিজের অন্যতম বড় তারকা মেহজাবীন চৌধুরী। ঈদ উৎসবে তাঁর নতুন কাজ দেখার অপেক্ষায় থাকেন দর্শক। এই ঈদের জন্য আলাদা করে কোনো কাজ করেননি অভিনেত্রী। তবে ঈদে তাঁকে পাওয়া যাবে বেস্ট ফ্রেন্ড ২.০ নাটকে।

প্রবীর রায় চৌধুরীর এ নাটক মূলত ভালোবাসা দিবসের জন্য নির্মিত হয়েছিল। তবে মুক্তি পিছিয়ে ঈদে স্থানান্তর করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি। নাটকটিতে মেহজাবীনের সঙ্গে আছেন ফারহান আহমেদ জোভান। এটি বেস্ট ফ্রেন্ড সিরিজের চতুর্থ কিস্তি।
প্রথমটি এসেছিল ২০১৮ সালে।

 

প্রাসঙ্গিক
মন্তব্য
অন্তর্জাল

স্কাই ফোর্স

শেয়ার
স্কাই ফোর্স
‘স্কাই ফোর্স’ ছবির দৃশ্য

১৯৬৫ সালের ইন্দো-পাক যুদ্ধে পাকিস্তানের সারগোধা বিমান ঘাঁটিতে এয়ার স্ট্রাই করে ভারতীয় বিমানবাহিনী। সেই ঘটনা নিয়ে নির্মিত স্কাই ফোর্স মুক্তি পেয়েছিল জানুয়ারিতে। বক্স অফিসে ছবিটি আশানুরূপ ব্যবসা করতে পারেনি। গতকাল অ্যামাজন প্রাইম ভিডিওতে এসেছে অ্যাকশন-থ্রিলারটি।

অভিনয়ে অক্সয় কুমার, সারা আলী খান, নিমরত কৌর, বীর পাহারিয়া প্রমুখ।

 

 

মন্তব্য
চলচ্চিত্র

তবুও ভালোবাসি

শেয়ার
তবুও ভালোবাসি
‘তবুও ভালোবাসি’ ছবিতে বাপ্পী ও মাহিয়া মাহি

অভিনয়ে বাপ্পী, মাহিয়া মাহি, দিতি। পরিচালনা মনতাজুর রহমান আকবর। সকাল ৯টা, এনটিভি।

গল্পসূত্র : সৎ ও প্রতিবাদী যুবক সংগ্রাম।

পড়াশোনা শেষ করে বাবার ব্যবসার দায়িত্ব নেবে। এর আগে বন্ধুর বিয়ের দাওয়াতে যায় গাজীপুর। সেখানে পরিচয় হয় চঞ্চল মেয়ে সুনয়নার সঙ্গে। সুনয়নার প্রেমে পড়ে সংগ্রাম; কিন্তু তার বাবার ভয়ে বলতে পারে না।
সুনয়নার বাবা অসুস্থ হয়। তাকে চিকিৎসা করাতে হরতালের মধ্যেও ছুটে যায় সংগ্রাম। বিরোধে জড়িয়ে পড়ে সন্ত্রাসী লালের সঙ্গে।

 

 

মন্তব্য

টিভি হাইলাইটস

শেয়ার
টিভি হাইলাইটস
‘পরকাল’ ধারাবাহিকের দৃশ্য

পরকাল

রমজানের বিশেষ ধারাবাহিক নাটক পরকাল। চাঁদরাত পর্যন্ত বৈশাখী টেলিভিশনে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচারিত হবে এটি। গল্প টিপু আলম মিলন, চিত্রনাট্য ও পরিচালনা আকাশ রঞ্জন। অভিনয়ে সাঈদ বাবু, বৃষ্টি ইসলাম, আব্দুল্লাহ রানা, লীনা আহমেদ সুফিয়া, মিষ্টি মারিয়া, মাসুম বাসার, আমিন আজাদ প্রমুখ।

 

দ্য বলকানস

বিবিসি নিউজে দুপুর ২টা ৩০ মিনিটে রয়েছে দ্য বলকানস। ইউরোপের দেশ ক্রোয়েশিয়ার একটি দূরবর্তী অঞ্চলে পৌঁছেছে বিবিস টিম। যেটা প্রায় জনশূন্য হয়ে পড়েছে। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ার কারণে এখানকার মানুষ ছুটছে ইউরোপের অন্যান্য দেশে।

ক্রোয়েশিয়ার এ জনশূন্য অঞ্চল নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ