ঢাকা, সোমবার ২৪ মার্চ ২০২৫
১০ চৈত্র ১৪৩১, ২৩ রমজান ১৪৪৬

ঢাকা, সোমবার ২৪ মার্চ ২০২৫
১০ চৈত্র ১৪৩১, ২৩ রমজান ১৪৪৬

ইরানের সঙ্গে আস্থা তৈরির চেষ্টা করছেন ট্রাম্প

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ইরানের সঙ্গে আস্থা তৈরির চেষ্টা করছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সশস্ত্র সংঘাত রোধ করার জন্য ইরানের সঙ্গে আস্থা তৈরির চেষ্টা করছেন বলে জানিয়েছেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। খবর টাইমস অব ইসরায়েলের।

এক্সে প্রকাশিত অনলাইন নিউজ অ্যাঙ্কর টাকার কার্লসনের সঙ্গে এক সাক্ষাৎকারে উইটকফ বলেছেন, ইরানকে পাঠানো মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক চিঠিটি হুমকি হিসেবে লেখা হয়নি।

ট্রাম্পের প্রচারণার পক্ষে কথা বলতে গিয়ে উইটকফ কার্লসনকে বলেছেন, ট্রাম্পের সামরিক ক্ষমতা বেশি।

এ কারণে ইরানিদেরকে কূটনৈতিক সমাধানের জন্য চাপ দেওয়া আরো স্বাভাবিক হবে। তবে কোনো সংঘাতে না গিয়ে ট্রাম্প সমঝোতা করতে চান। ট্রাম্প বলেছেন— আমি শান্তির মানুষ। আমি শান্তি চাই।
সামরিকভাবে আমাদের এটি করার কোনো কারণ নেই। আমাদের কথা বলা উচিত।

ট্রাম্পকে উদ্ধৃত করে উইটকফ বলেন, আমাদের একটি যাচাইকরণ কর্মসূচি তৈরি করা উচিত যাতে কেউ ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে চিন্তিত না হয়। কারণ এই বিকল্পটি খুব ভালো বিকল্প নয়।

আরো পড়ুন
চার দেশের ৫ লাখ ৩০ হাজার অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

চার দেশের ৫ লাখ ৩০ হাজার অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

 

উইটকফ বলেন, ট্রাম্প ইরানের সঙ্গে সবকিছু পরিষ্কার করার সুযোগের অপেক্ষায় রয়েছেন। যাতে তারা আবার বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সহমর্মিতা ও ভ্রাতৃত্ব তৈরি করতে পারে এবং একটি মহান জাতি হয়ে উঠবে। এসব কারণেই ট্রাম্প ইরানের সঙ্গে আস্থা তৈরি করতে চান।

মন্তব্য

সম্পর্কিত খবর

যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে ইউক্রেন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে ইউক্রেন
১২ এপ্রিল ২০২২, আজভ সাগরের ইউক্রেনীয় বন্দরে একটি মারিউপোলের থিয়েটারের ধ্বংসাবশেষে ছবি তুলছেন একজন রুশ সেনা। ছবি : এএফপি

সৌদি আরবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলছে বৈঠক। ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার বিষয়ে আশাবাদী যুক্তরাষ্ট্র। এর মধ্যেই ইউক্রেনে  লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছে রাশিয়া। তারই পরিপ্রেক্ষিতে রবিবার পশ্চিমা দেশগুলোর কাছে বার্তা পাঠিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

 

তিনি বলেছেন, সকলে এবার যুদ্ধ বন্ধের জন্য রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করুক। জেলেনস্কির দাবি, কিয়েভ লক্ষ্য করে রবিবার রাতভর অন্তত ১৫০টি ড্রোন পাঠিয়েছে রাশিয়া। বেশ কিছু ড্রোন ধ্বংস করা গেলেও কয়েকটি ড্রোন বিস্ফোরণ ঘটিয়েছে। যার জেরে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে।

সমাজ মাধ্যমে জেলেনস্কি লিখেছেন, ‘নতুন করে রাশিয়ার ওপর চাপ তৈরি করার সময় এসেছে। ইউক্রেনে এভাবে আক্রমণ চালানো তাদের বন্ধ করতে হবে। তাহলেই একমাত্র এই যুদ্ধ শেষ করা সম্ভব।’

উল্লেখ্য, রবিবারেই সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের শান্তি আলোচনা শুরু হয়েছে।

সাময়িক সংঘর্ষ-বিরতি নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে। 

আরো পড়ুন
মেক্সিকোতে খাদে পড়ে গাড়িতে আগুন, ১২ জনের মৃত্যু

মেক্সিকোতে খাদে পড়ে গাড়িতে আগুন, ১২ জনের মৃত্যু

 

রবিবারের বৈঠকের পর ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ জানিয়েছেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে সদর্থক আলোচনা হয়েছে। আমরা আশাবাদী। বৈঠকে এনার্জি নিয়েও আলোচনা হয়েছে।’ উল্লেখ্যে, রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলাদা করে বৈঠক হওয়ার কথা।

রবিবারের বৈঠকের আগে জেলেনস্কি সমাজ মাধ্যমে লিখেছিলেন, ‘এই সপ্তাহে ১ হাজার ৫৮০টি গাইডেড বোমা, এক হাজার একশটি ড্রোন, ১৫টি মিসাইল ইউক্রেন লক্ষ্য করে ছোঁড়া হয়েছে। উল্লেখ্যযোগ্য বিষয় হলো, এর মধ্যে এক লাখ দুই হাজার বিদেশি সরঞ্জাম ব্যবহারের প্রমাণ মিলেছে।’

জেলেনস্কির অভিযোগ, রাশিয়া যে অস্ত্র নিয়ে আক্রমণ চালাচ্ছে, তা তৈরির সরঞ্জাম রাশিয়ার বাইরে থেকে আসছে, এমন প্রমাণ মিলেছে। জেলেনস্কির বক্তব্য, রাশিয়ার ওপর যে নিষেধাজ্ঞা পশ্চিমা দেশগুলো মোতায়েন করেছে, তা আরো পোক্ত করা দরকার।

রাশিয়ার অবস্থান

রাশিয়া অবশ্য দ্রুত সমাধানসূত্র দেখা যাবে বলে মনে করছে না। তারা জানিয়েছে, আলোচনা কেবলমাত্র শুরু হয়েছে। এখনো অনেক কঠিন দর কষাকষি বাকি। ফলে দ্রুত কোনো সমাধানে পৌঁছানো যাবে বলে তারা মনে করছে না।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানিয়েছেন, আপাতত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সবচেয়ে বড় বিষয় হলো ২০২২ সালে কৃষ্ণ সাগরের বাণিজ্য চুক্তির পুনর্নবিকরণ। উল্লেখ্য, ২০২২ সালে ওই চুক্তি হওয়ার ফলে কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের শস্য আফ্রিকা এবং ইউরোপে নির্বিঘ্নে পৌঁছাতে পেরেছিল।

যুক্তরাষ্ট্রের অবস্থান

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দ্রুত যুদ্ধ শেষ হওয়ার বিষয়ে আশাবাদী। তার প্রতিনিধি স্টিভ উইটকফ জানিয়েছেন, আলোচনা যেভাবে এগোচ্ছে, তাতে সংঘর্ষ-বিরতি চুক্তি হওয়া সম্ভব বলেই তিনি মনে করেন। ফক্স নিউজকে উইটকফ জানিয়েছেন,  সোমবারের আলোচনায় কৃষ্ণ সাগর নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। অর্থাৎ, কৃষ্ণ সাগরে কোনোরকম লড়াই হবে না। এই চুক্তি ঠিক মতো হলে সামগ্রিক সংঘর্ষ-বিরতি চুক্তি নিয়ে আলোচনা শুরু হবে।

মন্তব্য

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন পোপ ফ্রান্সিস

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন পোপ ফ্রান্সিস
সংগৃহীত ছবি

প্রাণঘাতী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পাঁচ সপ্তাহ হাসপাতালে ভর্তি থাকার পর অবশেষে ভ্যাটিকানে নিজ বাসভবনে ফিরেছেন পোপ ফ্রান্সিস। স্থানীয় সময় রবিবার (২৩ মার্চ) রোমের জেমিলি হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। 

হাসপাতালের বারান্দা থেকে সবার উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান তিনি। সেই সময় তিনি একটি হুইলচেয়ারে বসেছিলেন।

তবে তার চিকিৎসক সার্জিও আলফিয়েরি বলেছেন, তাকে সুস্থ হতে এখনো ‘কমপক্ষে দুই মাস’ সময় লাগবে।

ফুসফুসের জটিল সংক্রমণ নিয়ে গত ১৪ ফেব্রুয়ারি ৮৮ বছর বয়সী পোপ হাসপাতালে ভর্তি হন। এরপর প্রায় এক মাস ধরে ওই হাসপাতালেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

আরো পড়ুন
এবার গাজার নতুন প্রধানমন্ত্রীকেও হত্যা করল ইসরায়েল

এবার গাজার নতুন প্রধানমন্ত্রীকেও হত্যা করল ইসরায়েল

 

তবে এর মাঝেও তিনি তার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন।

আর্জেন্টাইন এই ধর্মগুরু ১২ বছর ধরে রোমান ক্যাথলিক চার্চের নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন।

মন্তব্য

এবার গাজার নতুন প্রধানমন্ত্রীকেও হত্যা করল ইসরায়েল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
এবার গাজার নতুন প্রধানমন্ত্রীকেও হত্যা করল ইসরায়েল
সংগৃহীত ছবি

এবার ইসরায়েলি বোমায় নিহত হয়েছেন ফিলিস্তিনের গাজার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুম। তিনি এক সপ্তাহেরও কম সময় আগে উপত্যকাটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। এর আগে গত ১৮ মার্চ সাবেক প্রধানমন্ত্রী ইশাম দা-লিসকে হত্যা করে দখলদার ইসরায়েল। এরপর ইসমাইল বারহুম তার স্থলাভিষিক্ত হয়েছিলেন।

খবর টাইমস অব ইসরায়েল ও আল জাজিরার।

গতকাল রবিবার (২৩ মার্চ) উপত্যকাটির বিভিন্ন জায়গায় নেতানিয়াহু বাহিনীর হামলায় অন্তত ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই তালিকায় আছেন নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুমও। চলমান যুদ্ধে নেতানিয়াহু বাহিনীর বর্বরতায় উপত্যকাটিতে মৃতের সংখ্যা পঞ্চাশ হাজার ছাড়িয়ে গেছে।

গতকাল রবিবার রাতে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলায় ইসমাইল বারহুম ও অপর একজন নিহত হন। হামাস ইসমাইল বারহুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ইসমাইল নাসের হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

সেখানেই তাকে হত্যা করা হয়েছে।

দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, সন্ধ্যায় দক্ষিণ গাজার খান ইউনিসে প্রতিরক্ষা বাহিনী ‘সফলভাবে জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা ইসমাইল বারহুমকে নাসের হাসপাতালে হত্যা করেছে।’

আরো পড়ুন
ঈদের ফিরতি ট্রেনযাত্রা : আজ বিক্রি হচ্ছে ৩ এপ্রিলের টিকিট

ঈদের ফিরতি ট্রেনযাত্রা : আজ বিক্রি হচ্ছে ৩ এপ্রিলের টিকিট

 

তিনি বলেন, ইসমাইল বারহুম ছিলেন গাজার হামাস সরকারের নতুন প্রধানমন্ত্রী। তিনি কয়েক দিন আগে নিহত সাবেক প্রধানমন্ত্রী ইশাম দা-লিসের স্থলাভিষিক্ত হয়েছিলেন।

মন্তব্য

মেক্সিকোতে খাদে পড়ে গাড়িতে আগুন, ১২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মেক্সিকোতে খাদে পড়ে গাড়িতে আগুন, ১২ জনের মৃত্যু
ছবিসূত্র : এক্স থেকে সংগৃহীত

উত্তর মেক্সিকোতে একটি গাড়ি খাদে পড়ে আগুন ধরে যাওয়ায় ১২ জন নিহত এবং চারজন আহত হয়েছেন বলে রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে। স্থানীয় সময় গতকাল রবিবার এ দুর্ঘটনা ঘটেছে উত্তর মেক্সিকোর রাজ্য নুয়েভো লিওনে। সান্তিয়াগো পৌরসভার মেয়র ডেভিড দে লা পেনা একটি সংক্ষিপ্ত ভিডিও বার্তায় বলেছেন, দুর্ঘটনাটি গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ১২০ মিটার (৩৯৪ ফুট) গভীর খাদে পড়ে যাওয়া ভ্যানটিতে ১৬ জন যাত্রী ছিলেন।

যাত্রীরা কোথা থেকে এসেছিলেন এবং চালকও ছিলেন কি না, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। কিছু লোক ঘটনাস্থলেই মারা গেছেন। বাকিদের হাসপাতালে নেওয়া হলে তার মধ্যে অনেকের মৃত্যু হয়।

আরো পড়ুন
ক্ষমা চাইলে ইমরান খানের মুক্তি সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ক্ষমা চাইলে ইমরান খানের মুক্তি সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

 

কর্তৃপক্ষের শেয়ার করা ছবিতে দেখা গেছে, একটি বন থেকে ধোঁয়া উঠছে।

যেখানে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং একটি হেলিকপ্টার আগুন নেভানোর জন্য কাজ করছে। রাজ্য কর্তৃপক্ষের ধারণা, আগুন নিয়ন্ত্রণে আনার আগে প্রায় দুই হেক্টর জমি পুড়ে গেছে। এ দুর্ঘটনা বহুসংখ্যক সড়ক দুর্ঘটনার মধ্যে সর্বশেষ ঘটনা, যেখানে প্রাণহানির ঘটনা ঘটেছে।

এই মাসের শুরুতে দক্ষিণ মেক্সিকোতে একটি বাস উল্টে যাওয়ার ঘটনায় ১১ জন নিহত হন।

গত মাসেও দক্ষিণ মেক্সিকোতে একটি বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে ৪১ জন নিহত হন। গত বছরের শেষের দিকে, মধ্য মেক্সিকোতে একটি বাস দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছিলেন। 

সূত্র : রয়টার্স

মন্তব্য

সর্বশেষ সংবাদ