<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদির পাকিস্তানকে সন্ত্রাসের </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উৎসস্থল</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> মন্তব্যের কড়া জবাব দিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। গতকাল বুধবার তাদের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) বলেছে, ভারত দখলীকৃত জম্মু-কাশ্মীরে যে নৃশংসতা চালাচ্ছে, তা থেকে বিশ্ববাসীর দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এই মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উল্লেখ্য, জেনারেল দ্বিবেদি দাবি করেছেন, গত বছর যেসব সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে তার মধ্যে শতকরা ৬০ ভাগই পাকিস্তানি বংশোদ্ভূত। এই অভিযোগ ভিত্তিহীন ও অপ্রমাণিত বক্তব্য বলে কড়া জবাব দিয়ে প্রতিবেশী ভারতকে রাজনৈতিক প্রয়োজনে অনৈতিক অবস্থান থেকে বিরত থাকার আহবান জানিয়েছে পাকিস্তান। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। </span></span></span></span></span></p>