মডেল তিন্নি হত্যা মামলায় খালাস পাওয়ায় দেশে ফিরতে চান অভি!

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
শেয়ার
মডেল তিন্নি হত্যা মামলায় খালাস পাওয়ায় দেশে ফিরতে চান অভি!
সংগৃহীত ছবি

বহুল আলোচিত মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি হত্যার ঘটনায় করা মামলা থেকে প্রায় ২৩ বছর পর খালাস পেয়ে নতুন করে আলোচনায় এসেছেন সাবেক এমপি গোলাম ফারুক অভি। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোসা. শাহীনুর আক্তার গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক রায়ে তাকে এ হত্যা মামলা থেকে বেকসুর খালাস দেন। 

হত্যা মামলায় খালাস পাওয়ার পরে বহুল আলোচিত বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভির দেশে ফেরার গুঞ্জন শোনা যাচ্ছে। অশীতিপর বৃদ্ধা মাকে দেখার জন্য উদগ্রীব হয়ে থাকা অভি শিগগিরই দেশে ফিরছেন বলে তার ঘনিষ্ঠ উজিরপুর উপজেলা জেপির সাবেক আহ্বায়ক শামসুল হক সিকদার জানান।

 

কানাডায় অবস্থানরত অভির সঙ্গে ফোনে তার কথা হলে তিনি তার কাছে মাকে দেখার জন্য ব্যাকুলতা প্রকাশ করেন। হত্যা মামলায় আসামি হয়ে প্রায় দুই যুগ ধরে বিদেশে থাকা অবস্থায় তিনি দুই ভাই ও এক বোনসহ অনেক স্বজন ও অনুসারী নেতাকর্মী-সমর্থককে হারিয়েছেন। শেষ বিদায়বেলায় তাদের মৃত মুখটিও দেখতে পারেননি অভি। বৃদ্ধা মাসহ এখনও তার দুই ভাই ও চার বোন রয়েছেন।

মাসহ স্বজন ও নিজ এলাকা এবং দেশের মানুষের সান্নিধ্য বঞ্চিত অভি তাদের কাছে ফিরতে ব্যাকুল হয়ে আছেন। 

এদিকে  হত্যা মামলা থেকে বেকসুর খালাস পাওয়ার খবরে তার জন্মস্থান বরিশালের উজিরপুর উপজেলাসহ পুরনো নির্বাচনী এলাকায় তার ভক্ত অনুসারীরা নবরূপে উজ্জীবিত হয়ে উঠেছেন। অনেকেই ফেসবুকে তাকে দেশে ফিরে আসার আহ্বান জানিয়ে পোস্ট দিয়েছেন। তারা গোলাম ফারুক অভি ১৯৯৬-২০০১ সালে বরিশাল-২ আসনে সংসদ সদস্য থাকাকালীন নির্বাচনী এলাকায় তার অভূতপূর্ব উন্নয়নের কথাও তুলে ধরছেন।

 

আবেগআপ্লুত তার অনুসারীরা কানাডায় ফোন দিয়ে তাকে দেশে ফিরে আসার কথা বলছেন। তিনিও ফিরে আসার বিষয়ে উদগ্রীব হয়ে আছেন বলে তাদের কাছে ব্যক্ত করছেন। উল্লেখ্য, গোলাম ফারুক অভি জাপার লাঙ্গল প্রতীক নিয়ে ১৯৯৬ সালের ১২ জুন অনুষ্ঠিত ৭ম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (উজিরপুর-বাবুগঞ্জ) আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে চমক সৃষ্টি করেন। 

পরে ২০০১ সালে তিনি এরশাদের জাপা ছেড়ে আনোয়ার হোসেন মঞ্জুর জেপির প্রার্থী হয়ে সাইকেল প্রতীক নিয়ে বরিশাল-২ আসনে নির্বাচনে লড়ে হেরে যান। তবে আগামী নির্বাচনে তাকে নাটকীয় ভাবে বড় কোন রাজনৈতিক দলে দেখা যেতে পারে বলে গুঞ্জন উঠেছে।

 

জানা গেছে, তিনি এক সময় ছাত্রদলের কেন্দ্রীয় আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। তবে ফোনে সাড়া না মেলায় এ বিষয়ে কানাডায় অবস্থানরত সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভির বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 
প্রসঙ্গত, ২০০২ সালের ১০ নভেম্বর বুড়িগঙ্গা নদীর উপরে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সেতু-১’র ১১ নম্বর পিলারের নিচে মডেল তিন্নির লাশ পাওয়া যায়। এ ঘটনায় কেরানীগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করে। তদন্ত শেষে ২০০৮ সালের ৮ নভেম্বর সাবেক এমপি গোলাম ফারুক অভির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। অনিন্দ্য সুন্দর মডেল সৈয়দা তানিয়া মাহবুব ওরফে তিন্নি হত্যার ঘটনায় ওই সময় দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ইন্টারপোলের রেড নোটিশে অভির নাম থাকলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। 

আরো পড়ুন
রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে দুজন গ্রেপ্তার

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে দুজন গ্রেপ্তার

তবে সে সময় তিনি দাবি করেছিলেন, ষড়যন্ত্রমূলকভাবে তিন্নি হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে তার নাম ছিল না। বিশ্বস্ত সূত্রে তিনি জানতে পারেন, তাকে গ্রেপ্তার করে নির্যাতন করা হতে পারে এমন আশঙ্কা থেকে তিনি দেশ ছেড়ে কানাডায় যান।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

বিএনপির ইফতারে আ. লীগ নেতা, সমালোচনা ঝড়

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী প্রতিনিধি
শেয়ার
বিএনপির ইফতারে আ. লীগ নেতা, সমালোচনা ঝড়
সংগৃহীত ছবি

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় বিএনপির ইফতার মাহফিল মঞ্চে এক আওয়ামী লীগ নেতার উপস্থিতি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। বুধবার (১২ মার্চ) বিকেলে দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপির তিন ওয়ার্ডের ইফতার মাহফিলের আয়োজন করা হয় উপজেলা ঈদগাহ মাঠে। আর ওই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন মোহাম্মদ আনোয়ার হোসেন খান। তিনি জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে রয়েছেন এবং গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে দেউলী সুবিদখালি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান।

জানা গেছে, বুধবার দেউলি সুবিদখালীর ওই ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. সাহাবুদ্দিন নান্নু। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অন্যতম সদস্য মোশতাক আহমেদ পিনু, জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন। তবে ইফতার মাহফিলের পূর্বে আলোচনা সভায় মঞ্চের দ্বিতীয় সারিতে চেয়ারে বসা ছিলেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আনোয়ার খান। এদিকে বিএনপির অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতার উপস্থিতি নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আরো পড়ুন
খাল খননের নামে কচুরিপানা পরিষ্কার, প্রকল্পের টাকা লোপাট

খাল খননের নামে কচুরিপানা পরিষ্কার, প্রকল্পের টাকা লোপাট

 

মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ফরাজি বলেন, ‘বিএনপির অনুষ্ঠানে আ.লীগের প্রথম সারির নেতা ও নৌকার নির্বাচিত চেয়ারম্যানের উপস্থিতি কোনো ভাবেই কাম্য নয়। উপস্থিত নেতারা আওয়ামী লীগকে পুর্নবাসনের চেষ্টা করছে। বিষয়টি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে জানানো হবে।’

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন খান বলেন, উপজেলা পরিষদের সবাইকে মিলাদে দাওয়াত দিয়েছে সেই হিসেবে গিয়েছি।

না গেলেও তো জ্বালা। আমার এখান থেকে ১০ ফুট দূরে না গেলে বলবে সবাই আসছে চেয়ারম্যান আসেনি।’ 

এ ব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি মো. সাহাবুদ্দিন নান্নু বলেন, তিনি আমাদের আমন্ত্রিত নন। তাকে আমন্ত্রণ করা হয়নি। অনেক মানুষের আয়োজনে প্রোগ্রাম ছিল তিনি কখন এসেছে দেখিনি।

তবে আমরা খোঁজ করছি কে তাকে এনেছে।

মন্তব্য

খাল খননের নামে কচুরিপানা পরিষ্কার, প্রকল্পের টাকা লোপাট

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
শেয়ার
খাল খননের নামে কচুরিপানা পরিষ্কার, প্রকল্পের টাকা লোপাট
ছবি: কালের কণ্ঠ

পটুয়াখালীর মির্জাগঞ্জে খাল খনন না করেই বরাদ্দের টাকা লোপাটের অভিযোগ উঠেছে। খাল খননের নামে হয়েছে কচুরিপানা পরিষ্কার এবং মাছ শিকারের মহা উৎসব। এমনটি অভিযোগ করেছেন খাল পারের বাসিন্দারা। দু-এক জায়গায় যা একটু খনন হয়েছে তার জন্য স্থানীয়দের গুনতে হয়েছে টাকা।

খালের মাটি খালে রেখে সরকারি টাকা পুরোটাই হয়েছে ভাগবাটোয়ারা। খনন না করলেও প্রায় শতভাগ বিল দিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। 

এলজিইডি সূত্রে জানা যায়, জলাবদ্ধতা নিরসনের লক্ষে গত ২০২৩-২৪ অর্থ বছরে টেকসই ক্ষুদ্রাকার পানিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের বেতবুনিয়া ও চাকরখালী খালের প্রায় ১ দশমিক ৩৭৫ কিলোমিটারের খনন ( পলি নিষ্কাশন) রেগুলেটার মেরামত ও অফিস মেরামতের জন্য  ১৫ লাখ ৯২ হাজার ২২১ টাকা ব্যয়ে কাজটি পায় চৈতা বাজিতা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি। পাঁচটি এলসিএস কমিটির মাধ্যমে এই কাজ সম্পন্ন করার কথা।

আর কাজটি পরিচালনা করে মির্জাগঞ্জ উপজেলা এলজিইডি। নিয়ম মতে,খাল খননের বিল উত্তোলন করতে এলসিএস কমিটির সদস্যদের উপস্থিতি থাকতে হয়।  কিন্তু নিয়মের তোয়াক্কা না করে এলসিএস কমিটির সভাপতি ও সম্পাদকের স্বাক্ষর জাল করে  জাহাঙ্গীর গাজী ও বেলাল মৃধা নামে দুই ব্যক্তি বিল উত্তোলন করে নিয়েছে বলে অভিযোগ এলসিএস কমিটির সভাপতি এবং সম্পাদকদের।

সরেজমিনে প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, কোনোরকম খনন বা নিষ্কাশনের  চিহ্ন দেখা যায়নি খালগুলোর।

এক হাত পরিমাণ পানি নেই খালে। 

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মো. হাবিবুর রহমান মৃধা বলেন, খাল তো কাটতে দেখি নাই। শুধু মাছ ধরছে আর কচুরিপানা পরিষ্কার করছে। 

খাল পারের আরেক বাসিন্দা আবু হানিফ জোমাদ্দার বলেন, সরকারিভাবে খালের কোনো স্থানই কাটা হয়নি। স্থানীয়রা যারা টাকা দিয়েছে তাদের বাড়ি সামনে দিয়ে ঘণ্টা হিসেব করে কেটেছে।

 

এলসিএস কমিটির সাধারণ সম্পাদক মো. রুবেল খান বলেন, জাহাঙ্গীর আমাদের কাজের পার্টনার ছিল। এসব কাজের বিল যৌথ অ্যাকাউন্টের মাধ্যমে উত্তোলন করা হয়। এজন্য আমার এবং এই এলসিএস কমিটির সভাপতি শিউলি বেগমের সাথে যৌথ চেক জাহাঙ্গীরের কাছে ছিল। শুনছি কাজের বিল উত্তোলন করে নিয়েছে জাহাঙ্গীর। কিন্তু আমাদের চেকে কোনো স্বাক্ষর নেননি তিনি।

খনন কাজ চলাকালীন সময়ের চৈতা বাজিতা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মো. বাবুল মাস্টার বলেন, খাল খননের বিষয়ে আমি কিছু জানি না। এলসিএস কমিটির জাহাঙ্গীর গাজী এবং বেলাল মৃধা কাজ করিয়েছে। লোকমুখে শুনেছি ঠিকমতো খাল খনন করা হয়নি। এখন তারা দুজন এই সমিতির সভাপতি এবং সম্পাদক।

চৈতা বাজিতা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী আকন বলেন,  খননকাজে কিছু ত্রুটিবিচ্যুতি থাকতেই পারে। তবে যতটুকু সম্ভব প্রাক্কলন অনুসারেই খননকাজ হয়েছে। সব অনিয়মের অভিযোগ সত্য নয়।’

অভিযুক্ত ও বর্তমান সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।

মির্জাগঞ্জ উপজেলা প্রকৌশলী চন্দন কুমার চক্রবর্তী  বলেন, এ কাজ যে সময় বাস্তবায়ন হয়েছে তখন আমি ছিলাম না। আমার পূর্বে যে কর্মকর্তা ছিল তার সঙ্গে কথা বলেন। তারপরেও দ্বায়িত্বপ্রাপ্ত লোক পাঠিয়ে খতিয়ে দেখা হবে।

প্রাসঙ্গিক
মন্তব্য

বরিশালে শ্বাসনালিতে খাবার আটকে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ব‌রিশাল
নিজস্ব প্রতিবেদক, ব‌রিশাল
শেয়ার
বরিশালে শ্বাসনালিতে খাবার আটকে শিশুর মৃত্যু
ছবি: কালের কণ্ঠ

বরিশালের আগৈলঝাড়ায় শ্বাসনালিতে খাবার আটকে ফাইজা ইসলাম নামে ২০ মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে উপজেলার রত্নপুর ইউনিয়নের বেলুহার গ্রামে এ ঘটনা ঘটে।


ফাইজা ইসলাম বেলুহার গ্রামের হায়দার ভূঁইয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন।

 

এসআই আব্দুল্লাহ আল মামুন ব‌লেন, ‘বৃহস্পতিবার সকালে শিশুটিকে খাবার খাওয়াচ্ছিলেন তার মা নাজমা বেগম। এ সময় শিশুটির শ্বাসনালিতে খাবার আটকে যায়। পরে মা নাজমা বেগম ছেলেকে বাঁচাতে ঘরোয়াভাবে বিভিন্ন ধরনের চেষ্টা করেন। একপর্যায়ে ব্যর্থ হয়ে গুরুতর আহত অবস্থায় ফাইজা ইসলামকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রোকসানা রহমান শিশুটিকে মৃত ঘোষণা করেন।


 

মন্তব্য

বাগেরহাটে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট প্রতিনিধি
শেয়ার
বাগেরহাটে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮
বাগেরহাট জেলা পুলিশ সুপারের কার্যালয়। ছবি : কালের কণ্ঠ

বাগেরহাটের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১২ মার্চ) রাত থেকে আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে বাগেরহাটে ৩২ দিনে যৌথ বাহিনীর সদস্যরা ডেভিল হান্ট এবং বিশেষ অভিযান চালিয়ে ৩৯৪ জনকে গ্রেপ্তার করেছেন। 

জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে অধিকাংশই আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

বাগেরহাট জেলার ৯টি উপজেলার সর্বত্রই এ অভিযান চলছে।

আরো পড়ুন
আছিয়ার মৃত্যুতে আমরা মর্মাহত, ক্ষুব্ধ ও ব্যথিত : শিবির সভাপতি

আছিয়ার মৃত্যুতে আমরা মর্মাহত, ক্ষুব্ধ ও ব্যথিত : শিবির সভাপতি

 

বাগেরহাট জেলা পুলিশের ডিএসবি শাখার পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, বিশেষ অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে সংশ্লিষ্ট থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ নিয়ে এখন পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট এবং বিশেষ অভিযানে বাগেরহাটের বিভিন্ন এলাকা থেকে ৩৯৪ জনকে গ্রেপ্তার করা হয়।

মন্তব্য

সর্বশেষ সংবাদ