‘পাগলিটা মা হলেন, বাবা হলেন না কেউ’

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
‘পাগলিটা মা হলেন, বাবা হলেন না কেউ’
জেলার মানচিত্র

ফুটফুটে নিষ্পাপ কন্যাশিশুটি কোলে নিয়ে গাছের নিচে পাতা বিছানায় বসে আছেন মা। বুধবার রাতে শিশুটির জন্ম। শিশুটি জন্ম নিয়েছে কুমিল্লা দেবীদ্বার উপজেলার ৬ নং ফতেহাবাদ ইউনিয়নের ঘোষঘর গ্রামের জব্বর আলী মুন্সীর বাড়িতে। মানসিক ভারসাম্য হারানো নারীর কোলে জন্ম নেওয়া নবজাতকের লালন-পালন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

কেউ ওই নারীর পরিচয় জানে না। তবে অনেকে তার নাম আকলিমা বলে জানান। তবে তা আসল নাম, নাকি এমনিতেই প্রচল হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। নবজাতকের বাবার পরিচয়ে কেউ এগিয়ে আসেনি।

স্থানীয়রা জানায়, প্রায় তিন মাস আগে ঠিকানাবিহীন এক মানসিক ভারসাম্যহীন নারী বাজারে বসে বসে রাস্তার মাটি খাচ্ছিল। ওই বাজারে দানের কম্বল আনতে গিয়ে আয়শা বেগম নামে এক ভিক্ষুক ওই মেয়েটিকে বাড়িতে নিয়ে আসেন। মেয়েটি তার আশ্রয়দাতাকে মারধর করত, তারপরও কষ্ট করে মেয়েটির গর্ভপাত পর্যন্ত আশ্রয়ে রাখেন। আয়শা বেগম স্বামী পরিত্যক্তা, বাবার বাড়িতে একমাত্র পুত্র সন্তান নিয়ে আশ্রিত আছেন।

তার এক মাত্র ভাই নূর নবী(৩২)ও প্রতিবন্দী। নিজ পুত্র এবং প্রতিবন্ধী ভাইয়ের ভরণ-পোষণও তার ভিক্ষাবৃত্তিতে চলে। ২২ দিন ধরে ভিক্ষুকের ঘরে আশ্রিত ৭ মাসের গর্ভবতী এক প্রতিবন্দী’ শিরোনামে জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশের পর প্রশাসনের পক্ষ থেকে ১৫ হাজার টাকা সহায়তা পান ওই নারী। গত মঙ্গলবার (১১ মার্চ) স্থানীয় সাংবাদিকরা ওই প্রতিবন্ধীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসহ সার্বিক চিকিৎসা দিয়ে ভর্তি করে দেওয়া হলেও হাসপাতালে রাখা যায়নি। 

আয়েশা বেগম জানান, পাগলী মেয়েটি তাকে প্রতিনিয়ত বিরক্ত করত।

তাকে কিল, ঘুসি ও থাপ্পর দিত।

তিনি আরো জানান, পরিচয়হীন পাগলী মেয়েটি সুন্দর এক ফুটফুটে কন্যা সন্তান জন্ম দিয়েছে। সে মুখে কিছু বলতে পারে না, মানসিক প্রতিবন্দী, মাঝে মাঝে কাগজ কলম হাতে দিলে নিজের নাম ‘আকলিমা’ লিখতে পারে আর কিছুই পারে না। এখন তাকে ও নবজাতককে নিয়ে আমি বিপাকে আছি। আমি চাই সরকার তাদের দায়িত্ব গ্রহণ করুক।

এ বিষয়ে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসনাত খান বলেন, আমি কর্মস্থলে যোগদানের আগে থেকেই উপজেলা প্রশাসন পাগলীর আশ্রয়দাতা আয়েশাকে সহযোগিতা করছে। সাংবাদিকদের মাধ্যমে বেওয়ারিশ পাগলীর কন্যা সন্তান জন্ম দেওয়ার খবর পেয়েছি। প্রশাসনের পক্ষে থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

ওসি প্রত্যাহার, খবর শুনে থানায় পাওনাদারদের ভিড়

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
শেয়ার
ওসি প্রত্যাহার, খবর শুনে থানায় পাওনাদারদের ভিড়
ওসি ফরিদ আহম্মেদ

আইনশৃঙ্খলার অবনতি ছাড়াও নানাবিধ কর্মকাণ্ডের কারণে ময়মনসিংহের নান্দাইল থানার ওসিকে নিয়ে বেশ কিছুদিন ধরে ব্যাপক আলোচনা হচ্ছিল। অবশেষে হঠাৎ প্রত্যাহার হলে আজ শুক্রবার (১৪ মার্চ) ভোরে কর্মস্থল ত্যাগ করেন তিনি।

এদিকে ওসির কর্মস্থল ত্যাগের খবর দেরিতে পেয়ে কমপক্ষে ৩০ জন পাওনাদার বিচ্ছিন্নভাবে থানায় এসে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। অন্যদিকে এক রাতেই তুচ্ছ ঘটনায় পাঁচটি অভিযোগ মোটা অঙ্কের টাকার বিনিময়ে রেকর্ডভুক্ত করার অভিযোগ ওঠে এ ওসির বিরুদ্ধে।

আরো পড়ুন
লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

 
আরো পড়ুন
শেখ হাসিনা রোহিঙ্গাদের দিয়ে টাকা কামিয়েছে: ফারুক

শেখ হাসিনা রোহিঙ্গাদের দিয়ে টাকা কামিয়েছে: ফারুক

 

স্থানীয় সূত্র জানায়, নান্দাইল থানায় ওসি হিসেবে গত ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর যোগ দিয়েছিলেন ফরিদ আহম্মেদ। এর পর থেকে নানা আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে তিনি কার্যক্রম চালিয়ে আসছিলেন। সম্প্রতি চুরি ছিনতাইসহ আইনশৃঙ্খলার মারাত্মক অবনতি হয়েছে। বিশেষ করে পুরো উপজেলার আনাচে-কানাচে ইয়াবার কারবার, গ্রেপ্তার বাণিজ্য চলছিল নির্বিঘ্নে।

বিভেদপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডকে কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছিলেন না নান্দাইল থানার ওসি ফরিদ আহম্মেদ।

অন্যদিকে মামলা নেওয়ার নামে বিচার প্রার্থীদের হয়রানি করা হচ্ছিল নিয়মিত। এমতাবস্থায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে তাকে প্রশাসনের নির্দেশে পুলিশ লাইনে সংযুক্ত করার একটি চিঠি পাঠানো হয়। চিঠি পেয়ে ওসি ফরিদ সবকিছু গুছিয়ে আজ শুক্রবার ভোরে চলে যান জেলা শহর ময়মনসিংহে।

এ খবর বিভিন্ন মাধ্যমে পেয়ে এলাকার বিভিন্ন স্থানের দোকানদার, ব্যবসায়ী ও এমনকি অনেক বিচার প্রার্থী তার সন্ধানে থানায় আসতে থাকেন।

থানায় আসা নান্দাইল পৌর বাজারের ইসহাক মার্কেটের প্রাইম কালেকশনের মালিক মো. মোফাজ্জল হোসেন খান রেনু জানান, তার দোকান থেকে বিভিন্ন সময় পরিবারের জন্য পোশাক নিয়েছেন ওসি ফরিদ। তাছাড়া গত শীতের শুরুতে নিয়েছেন তিনটি কাশ্মেরী শাল। সব মিলিয়ে ১ লাখ ৪ হাজার ২৫০ টাকা বকেয়া।

আরো পড়ুন
নিজের চোখ দিয়ে সেই হাফেজের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে চান আসাদুল

নিজের চোখ দিয়ে সেই হাফেজের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে চান আসাদুল

 

নান্দাইল সদরের সুবর্ন ইলেক্ট্রনিক্সের মালিক ফরহাদ জানান, তার দোকান থেকে ফ্যানসহ বেশ কিছু মালামাল নিয়েছেলন ওসি।

গত এক বছর ধরে তার কাছে ১১ হাজার টাকা পান তিনি।

নামপ্রকাশ না করার শর্তে ৫ জন জানান, তারা বিভিন্ন কারণে ওসিকে লাখের ওপরে টাকা দিয়েছেন। এখন উনাকে না পেয়ে হতাশ। তাদের মতো আরো অনেকেই টাকা পাবেন বলে এসে ফেরত গেছেন।

৫টি মামলার বাদী উত্তরবানাইল গ্রামের আনোয়ার হোসেন, চরভেলামারী গ্রামের রফিক সিকদার, জামাল উদ্দিন ও জয়নাল মিয়া এবং দত্তগ্রাম গ্রামের সাইফুল ইসলাম জানান, প্রত্যাহারের খবর পেয়ে ওসি ফরিদ উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরকোমড়ভাঙ্গা চরওভেলামারী গ্রামের ৪টি, মোয়াজ্জেমপুর ইউনিয়নের দত্তগ্রাম এলাকার ১টি, গাঙাইল ইউনিয়নের উত্তর বানাইল গ্রামের ১টি সহ মোট ৫টি মামলা রেকর্ডভুক্ত করেন। এ ৫টি মামলা থেকে ৭৮ হাজার টাকা নেন। তাদের মধ্যে সবাই ১০ হাজার করে টাকা ওসি ফরিদের হাতে দিলেও চরভেলামারী গ্রামের জয়নাল মিয়া দুই বারে মোট ৩৮ হাজার টাকা দিয়েছেন বলে দাবি করেন।

আরো পড়ুন
উপদেষ্টা পদে নিয়োগ না পেলে ঈদের নামাজ পড়বেন না সিরাজ, ড. ইউনূস ও গুতেরেসের দৃষ্টি আকর্ষণ

উপদেষ্টা পদে নিয়োগ না পেলে ঈদের নামাজ পড়বেন না সিরাজ, ড. ইউনূস ও গুতেরেসের দৃষ্টি আকর্ষণ

 

এসব বিষয়ে জানতে প্রত্যাহার হওয়া ওসি ফরিদ আহম্মেদের মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও ফোন রিসিভ করেননি তিনি।

এসব ঘটনার প্রেক্ষিতে জানতে চাইলে ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার কালের কণ্ঠকে বলেন, ‘ওসির কাছে সাধারণ লোকজন টাকা পায়, এটি খুবই দুঃখজনক।’ এ বিষয়ে ওসির সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি।

আরো পড়ুন
রোহিঙ্গাদের মানবিক সহায়তা কমে যাওয়ায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

রোহিঙ্গাদের মানবিক সহায়তা কমে যাওয়ায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

 

এক রাতে ৫টি মামলা রেকর্ডভুক্ত হওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাকে তো দুটির কথা বলা হয়েছিল। বাকিগুলো তো জানাননি।’

মন্তব্য

কাপাসিয়ায় শিশু ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
শেয়ার
কাপাসিয়ায় শিশু ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার
প্রতীকী ছবি

গাজীপুরের কাপাসিয়া পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রানু মিয়া ওরফে লাল মিয়াকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

রানু কড়িহাতা ইউনিয়নের পালপাড়া গ্রামের মৃত ওয়ারেস আলীর ছেলে। 

ভুক্তভোগীর বাবা জানান, ২৬ ফেব্রুয়ারি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন রানু।

শিশুটির চিৎকারে প্রতিবেশীরা টের পেলে পালিয়ে যান তিনি।

শিশুটির মা বলেন, ঘটনার পর লোকলজ্জায় পুলিশকে জানাননি তারা। কিন্তু ঘটনা প্রকাশ হওয়ার পর তাদেরকে এলাকা ছাড়ার হুমকি দেয় রানু মিয়াসহ তার লোকজন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারিক কালের কণ্ঠকে বলেন, ‘শিশু ধর্ষণচেষ্টায় অভিযুক্ত রানুকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য

সীমান্তে মাদকসহ ৬ বাংলাদেশি আটক

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
শেয়ার
সীমান্তে মাদকসহ ৬ বাংলাদেশি আটক
প্রতীকী ছবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ছয় বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। শুক্রবার (১৪ মার্চ) চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ৫৮ বিজিবির অধীন কুসুমপুর বিওপি চাপাতলা গ্রামের রফিকুল ইসলামের আম বাগানের সামনে থেকে দুই বোতল ফেনসিডিলসহ কিতাবুল বিশ্বাস নামের একজনকে আটক করেছে বিজিবি।

তারা আরো জানায়, কিতাবুল পিপুল বাড়িয়া গ্রামের শুকুর আলী বিশ্বাসের ছেলে।

বাকি পাঁচজনের পরিচয় পাওয়া যায়নি। জব্দ মাদক এবং আটকদের থানায় সোপর্দ করা হয়েছে।

মন্তব্য

উপদেষ্টা পদে নিয়োগ না পেলে ঈদের নামাজ পড়বেন না সিরাজ, ড. ইউনূস ও গুতেরেসের দৃষ্টি আকর্ষণ

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় প্রতিনিধি
শেয়ার
উপদেষ্টা পদে নিয়োগ না পেলে ঈদের নামাজ পড়বেন না সিরাজ, ড. ইউনূস ও গুতেরেসের দৃষ্টি আকর্ষণ
সংগৃহীত ছবি

রংপুর বিভাগ থেকে উপদেষ্টা হিসেবে নিয়োগ না দিলে ঈদুল ফিতরের নামাজ না পড়ার ঘোষণা দিয়েছেন রংপুরের সিরাজ-উদ-দৌলা চৌধুরী। শুক্রবার (১৪ মার্চ) সকালে পঞ্চগড় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন তিনি। 

সিরাজ উদ দৌলা চৌধুরী রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার বেদবাড়ী পাকুয়ারীয়া শরীফ গ্রামের আবুল কাশেম চৌধুরীর ছেলে।

আরো পড়ুন
রোহিঙ্গাদের মানবিক সহায়তা কমে যাওয়ায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

রোহিঙ্গাদের মানবিক সহায়তা কমে যাওয়ায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিরাজ-উদ-দৌলা চৌধুরী বলেন, রংপুরে আজীবন সাধারণ মানুষের সেবা করে এসেছি।

উত্তরাঞ্চল থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারে কোনো উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়নি। আমাকে উপদেষ্টা না করা হলে রংপুর–রাজশাহী বিভাগের ১৬ জেলার যোগ্যতম যে কাউকে উপদেষ্টা নিয়োগের দাবি জানাই। 

তিনি বলেন, আমাকে রংপুর বিভাগ থেকে উপদেষ্টা নিয়োগ দেওয়া না হলে আগামী ঈদুল ফিতরের নামাজে যাব না। এজন্য তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের দৃষ্টি আকর্ষণ করেন।

লিখিত বক্তব্যে তিনি দেশ গঠনে ভূমিকা রাখায় ড. ইউনূস, গণতন্ত্র ও জনপ্রিয়তায় বেগম খালেদা জিয়া এবং দেশপ্রেম মানবতায় সেনা প্রধান ওয়াকার উজ জামানকে নোবেল পুরুস্কার দেওয়ারও আহ্বান জানান। সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ