<p>গত ১ জানুয়ারি মাদরাসায় অবস্থান করা অবস্থাতে সাকিবুল হাসান সাকিব (১৩) নিখোঁজ হয়। থানায় জিডি ছাড়াও সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির তার কোনো সন্ধান পাননি মা ফরিদা বেগম। এতে আতঙ্কে রয়েছেন তার পরিবারের সদস্যরা।</p> <p>নিখোঁজ সাকিব ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামের মো. মামুন মিয়ার ছেলে। তার বাবা প্রবাসী হওয়ায় মা ফরিদা বেগম নান্দাইল পৌর এলাকার চারআনিপাড়া মহল্লায় বসবাস করেন। সাকিব পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার পাগলা থানার দ্বীপ পাগলা গ্রামের বাইতুল কোরআন নুরানিয়া হাফিজিয়া মাদরাসায় পড়াশোনা করে।</p> <p>নিখোঁজ সাকিবের মা ফরিদা জানান, প্রায় দুই মাস আগে ছেলে সাকিবকে ওই মাদরাসায় ভর্তি করান তিনি। এর মধ্যে গত ১ জানুয়ারি মাদরাসা থেকে ফোন পান সাকিব বাড়িতে গেছে কি না। এ অবস্থায় ছেলে নিখোঁজ হয়েছে বুঝতে পেরে অত্মীয়স্বজন ছাড়াও সব পরিচিত জায়গায় খোঁজ করেও সন্ধান পাওয়া যায়নি তার।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘ভণ্ড-প্রতারক থেকে সাবধান’, আরো যা বললেন সারজিস" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/16/1737001979-3d7d9625e8ec6f0c34b40806b3417d3c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘ভণ্ড-প্রতারক থেকে সাবধান’, আরো যা বললেন সারজিস</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/16/1469246" target="_blank"> </a></div> </div> <p>মাদরাসার শিক্ষক মো. শাহিন আলম জানান, তারাও সাকিবের খোঁজ করছেন। তবে এখন পর্যন্ত খোঁজ পাওয়া যাচ্ছে না।</p> <p>পাগলা থানার এসআই মো. আশিকুল ইসলাম জানান, ওই ছাত্রকে উদ্ধারের জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। একইসঙ্গে তার পরিবারের লোকজনও বিভিন্ন এলাকায় খোঁজ-খবর রাখছেন।</p>