<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইবতেদায়ি মাদরাসাগুলো এমপিওভুক্তির উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম। এসব মাদরাসার শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি ও মিড ডে মিল চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল মঙ্গলবার সচিবালয়ে কারিগরি ও মাদরাসা বিভাগের সভাকক্ষে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। সভায় ইরাবের সভাপতি ফারুক হোসাইন ও সাধারণ সম্পাদক সোলাইমান সালমানের নেতৃত্বে সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।  কবিরুল বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমি দায়িত্ব নেওয়ার পর ইবতেদায়ি মাদরাসা নিয়ে দুটি উদ্যোগ নিয়েছি। প্রথমত, এসব মাদরাসা জাতীয়করণ করতে চাই। তবে প্রথম ধাপ হিসেবে এমপিওভুক্ত করার উদ্যোগ নিয়েছি। এরই মধ্যে আমাদের কর্মকর্তারা এ নিয়ে কার্যক্রম শুরু করেছেন। দ্বিতীয়ত, এসব মাদরাসায় বিল্ডিং কনস্ট্রাকশনের (ভবন নির্মাণ) জন্য আলাদা প্রজেক্ট (প্রকল্প) করার নির্দেশনা দিয়েছি, তাঁরা একটি ডিপিপি তৈরির প্রক্রিয়া শিগগির শুরু করবেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p>