<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এমপিওভুক্তির দাবিতে শিক্ষা ভবনের সামনে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বেসরকারি কলেজগুলোর অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকরা। কর্মসূচির এক পর্যায়ে তাঁরা শিক্ষা ভবনসহ সচিবালয়ের পুরো সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়ে জনসাধারণ। পরে টিয়ার শেল ও জলকামান নিক্ষেপের মাধ্যমে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। প্রায় দেড় ঘণ্টা পর সচিবালয়সংলগ্ন রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। পরে বিকেল ৫টায় পুলিশি বাধার মুখে ফিরে যান তাঁরা। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">প্রত্যক্ষদর্শীরা জানায়, তিন দিন ধরে শিক্ষকরা সেখানে লাগাতার বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। গতকাল সকাল থেকেও বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন তাঁরা। বিকেল ৪টার দিকে তাঁরা শিক্ষা ভবনের উভয় পাশের সড়ক অবরোধ করেন। পরে তাঁরা সচিবালয় পর্যন্ত সড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল ৫টার দিকে পুলিশ সদস্যরা এসে তাঁদের ওপর টিয়ার শেল ও জলকামান নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেন। এ সময় তাঁরা চলে গেলে সড়কে পুনরায় যান চলাচল শুরু হয়। সড়কে নিরাপত্তা জোরদার করতে পুলিশ সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী সদস্যদের উপস্থিতিও দেখা গেছে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">শাহবাগ থানার ওসি এ কে এম সাহাবুদ্দিন শাহীন কালের কণ্ঠকে বলেন, শিক্ষকরা সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন। এমন সংবাদ পেয়ে পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। বিকেল ৫টা থেকে সেখানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোস্তফা কামাল কালের কণ্ঠকে বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আমরা যৌক্তিক দাবিতে আন্দোলন করছিলাম। পুলিশ সদস্যরা এসে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে আমাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। এই হামলায় আমাদের অন্তত ২০ জন শিক্ষক আহত হয়েছেন। অনেকে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠক বিষয়ে তিনি বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সড়ক থেকে সরিয়ে দেওয়ার পর আমাদের একটি প্রতিনিধিদল ধানমণ্ডিতে গেছে। সেখানে রাত ৮টায় উপাচার্যের সঙ্গে আমাদের দাবির বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আমাদের দাবি একটাই, আমরা এমপিওভুক্তি চাই।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের সভাপতি নেকবর হোসেন বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এই স্তরের শিক্ষকরা ৩২ বছর থেকে প্রায় বিনা বেতনে কাজ করে যাচ্ছেন। কলেজ থেকে সামান্য অর্থ দেওয়া হলেও তা অনিয়মিত। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে বারবার জানানো হলেও কোনো সুরাহা হয়নি। বিগত সরকারের সময় শিক্ষা মন্ত্রণালয় থেকে এমপিওভুক্তির আশ্বাস দেওয়া হলেও আমলারা রহস্যজনকভাবে তা বাস্তবায়ন করেননি। বর্তমান সরকারের কাছে আমাদের দাবির পক্ষে যুক্তি উপস্থান করেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p> </p>