<p style="text-align:justify">প্রিমিয়ার লিগে গতরাতে ছিল পয়েন্ট তালিকার এক ও দুইয়ের লড়াই। যেখানে নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লিভারপুল। <br /> দ্য সিটি গ্রাউন্ডে ক্রিস উড অষ্টম মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেয়। ৬৬ মিনিটে লিভারপুলকে সমতায় ফেরান বদলি হিসেবে মাঠে নামা দিয়াগো জোটা। ড্র হওয়া ম্যাচে আলোচনায় অল রেড কোচের একটি সিদ্ধান্ত। কিন্তু এর জন্য কোনো কৃতিত্ব নিতে রাজি নন তিনি।</p> <p style="text-align:justify">ম্যাচের ৬৫ মিনিটে জোড়া পরিবর্তন করেন আর্নে স্লট। দুই ডিফেন্ডার অ্যান্ড্রু রবার্টসন ও ইব্রাহিমা কোনাটের পরিবর্তে মাঠে নামা কস্তাস সিকিমাস ও দিয়াগো জোটাকে। ২২ সেকেন্ডের মাথায় সাফল্য পেয়েও যান তিনি। সিকিমাসের কর্নার কিক থেকে লিভারপুলকে সমতায় ফেরান দিয়াগো জোটা।</p> <p style="text-align:justify"><img alt="১" height="600" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2025/01/15/my1198/ুুে্িবিক.jpg" width="1000" /></p> <p style="text-align:justify">দুই পরিবর্তনের সিদ্ধান্তকে অনেকেই স্লটের কৌশলগত মাস্টারপিস বলছেন। তবে এই ঘটনাকে কোনো কৌশলগত মাস্টারপিস হিসেবে মানতে নারাজ স্লট। তার মতে, ‘যদি এটি ওপেন প্লে থেকে হতো, তাহলে হয়তো বলা যেত এটা কৌশলগত মাস্টারপিস, কিন্তু যেহেতু এটি সেট-পিস থেকে হয়েছে, তাই আমার মনে হয় না এর জন্য আমি কোনো কৃতিত্ব দাবি করতে পারি।’</p> <p style="text-align:justify">‘এটি ছিল এমন একটি পরিবর্তন যেখানে আমরা একজন ডিফেন্ডারের বদলে একজন আক্রমণভাগের খেলোয়াড়কে এনেছি এবং এটি সঙ্গে সঙ্গে একটি গোলের কারণ হয়ে দাঁড়িয়েছে, তাই এটাকে আপনি ভাগ্য বলতে পারেন।’— যোগ করেন এই কোচ।</p> <p style="text-align:justify">ম্যাচের প্রথম দিকে গোল খেয়ে পিছিয়ে পড়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা লিভারপুল। তবে খেলোয়াড়দের ওপর কোচের বিশ্বাস ছিল। স্লট বলেন, ‘হাফটাইমে আমি খেলোয়াড়দের বলেছিলাম, হতাশ হয়ো না, তোমরা খুব বেশি সুযোগ পাবে না, ম্যাচটি হয়তো ধীরগতির হবে, তবে তোমরা তোমাদের কাজের ওপর মনোযোগ রেখে চেষ্টা করো, আশা করি দুই-তিনটি সুযোগ পাবে এবং সেগুলো থেকে গোল করার চেষ্টা করো।’</p> <p style="text-align:justify">‘কিন্তু আমি একদম ভুল ছিলাম, কারণ তারা একের পর এক সুযোগ তৈরি করেছে।’—বলেন স্লট।</p> <p style="text-align:justify">এই ড্র’য়ের পরও পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে লিভারপুল। দুইয়ে থাকা নটিংহ্যাম ফরেস্টের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে রয়েছে তারা।   একই রাতে চেলসি ও ম্যানচেস্টার সিটিও ড্র করেছে। </p>