<p>এ বছরের গ্রীষ্মে লিভারপুলের সাথে মোহাম্মদ সালাহর চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। যদিও বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল নতুন চুক্তি হচ্ছে ইংলিশ ক্লাবটির সঙ্গে। তবে এ নিয়ে ক্লাবের সাথে তার আলোচনার কোনো অগ্রগতি নেই, এমন কথাই জানিয়েছেন মিশরীয় ফরোয়ার্ড। সালাহ জানিয়েছেন, নতুন চুক্তি নিয়ে আলোচনায় দুই পক্ষই এখনো বেশ দূরে অবস্থান করছে। <br />  <br /> স্কাই স্পোর্টসের পক্ষ থেকে সালাহর কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি কি মনে করেন এটি তার অ্যানফিল্ডে শেষ মৌসুম? উত্তরে সালাহ বলেন, ‘এখন পর্যন্ত, হ্যাঁ। এটি শেষ ছয় মাস। এখনো (চুক্তি নিয়ে) কোনো অগ্রগতি নেই। আমরা এখনো অনেক দূরে আছি। তাই এখন অপেক্ষা করতে হবে এবং দেখা যাক কী হয়।’</p> <p>চলতি মৌসুমে লিভারপুলের প্রিমিয়ার লিগ জয়ের সম্ভাবনা সালাহর কাছে জিজ্ঞাসা করা হলে, তিনি বলেন, ‘এটি লিভারপুলে শেষ বছর, তাই এই শহরের জন্য কিছু বিশেষ করতে চাই।’</p> <p>গত সেপ্টেম্বরে সালাহ ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে ৩-০ গোলে জয়ের পর বলেছিলেন, ওল্ড ট্রাফোর্ডে এটাই শেষ আমার। একই মন্তব্য তিনি গত মাসে ম্যানচেস্টার সিটির বিপক্ষে জয়ের পরও করেছিলেন। </p> <p>চলতি মৌসুমে এরই মধ্যে লিগে ১৮ ম্যাচে ১৭ গোল করেছেন সালাহ। এসিস্ট করেছেন আরো ১৩ গোলে। সকল প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ২০ গোল, যা লিভারপুলকে প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়নস লিগে শীর্ষে থাকতে সাহায্য করেছে।</p>