<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা লিভারপুলের পেছনেই ছুটছে আর্সেনাল। পরশু রাতে ব্রেন্টফোর্ডকে ৩-১ গোলে হারিয়ে গানাররা উঠে এসেছে টেবিলের দুইয়ে। শীর্ষ দুই দলের পয়েন্টের ব্যবধান এখন ছয়। লিভারপুলের ওপর এই চাই চাপ অব্যাহত রাখার আশা গানার বস মিকেল আরতেতার, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমি মনে করি দল গোছানো ফুটবল উপহার দিয়েছে। চাপ ধরে রেখে এগিয়ে যেতে চাই আমরা। শিরোপাভাগ্য আমাদের হাতে নেই। আমরা শুধু পরের ম্যাচটি জিততে পারি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রতিপক্ষের মাঠে যদিও ১৩ মিনিটেই পিছিয়ে পড়েছিল আর্সেনাল। তবে ২৯ মিনিটে গ্যাব্রিয়েল জেসুসের সমতায় ফেরানোর পর দ্বিতীয়ার্ধে মিকেল মেরিনো ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লির লক্ষ্যভেদে জয় নিশ্চিত হয় আর্সেনালের। লিগে টানা ৯ ম্যাচ অপরাজিত থাকল গানাররা। মাঝে অফফর্মে থাকা জেসুস শেষ চার ম্যাচে করলেন ছয় গোল। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমি কঠোর পরিশ্রম করে চলেছি, যেটা ক্লাবের সবাই বলতে পারবে। আমি হাল ছাড়িনি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বিবিসি</span></span></span></span></p>