<p>গোপালগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে লেবার ব্রাদার্সের স্থানীয় এজেন্ট মেসার্স কাজী সৈয়দ আলীর একটি গোডাউন। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।</p> <p>আজ বুধবার (১৫ জানুয়ারি) ভোররাত ৪টার দিকে শহরের ব্যাংকপাড়ায় অবস্থিত গোডাউনে এ দুর্ঘটনা ঘটে।</p> <p>গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মালেক জানান, রাতে শহরের ব্যাংকপাড়ায় অবস্থিত ব্রাদার্সের স্থানীয় এজেন্ট মেসার্স কাজী সৈয়দ আলীর একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।</p> <p>তিনি আরো জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ অগ্নিকাণ্ডে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।</p>