<p>বোয়ালখালীতে তিনটি ঘর আগুনে পুড়ে গেছে। সোমবার (১৩ জানুয়ারি) সারোয়াতলী ইউনিয়নের দক্ষিণ কঞ্জুরী ৮ নম্বর ওয়ার্ড আরতি মাস্টার বাড়িতে এই ঘটনা ঘটে।</p> <p>স্থানীয়রা জানায়, দুপুরে আগুন লাগার সঙ্গে সঙ্গে আগুন নেভানোর চেষ্টা করে স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বিপ্লব চৌধুরী, গোপাল চৌধুরী ও শিবু মজুমদারের ঘর পুড়ে যায়।</p> <p>ক্ষতিগ্রস্ত বিপ্লব চৌধুরী বলেন, ‘আমার স্ত্রীর পাঁচ ভরি সোনা ও সাড়ে তিন লাখ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। শিবু মজুমদারের দাবি, তার ঘরের আসবাবপত্র পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা।</p> <p>বোয়ালখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ ফিরোজ খান বলেন, বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। ঘরের পূজার আসনের মোমবাতি থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।</p>