<p>ফরিদপুরের ভাঙ্গায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় আবু সাঈদ (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রশিবপুরা গ্রামের আব্বাস শেখের ছেলে।</p> <p>সোমবার (১৩ জানুয়ারি) বিকাল ৪টার দিকে ভাঙ্গা উপজেলার মালিগ্রাম-কালামৃধা আঞ্চলিক সড়কের চান্দ্রা ইউনিয়নের গোয়ালদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।</p> <p>প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি রাস্তা পারাপারের সময় কালামৃধা থেকে মালিগ্রামগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। এরপর ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।</p> <p>ভাঙ্গার ঘারুয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য এস এম শহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।</p>