<p>ফরিদপুরে সাইনবোর্ড খুলতে গিয়ে মই থেকে পড়ে আহত হয়ে মারুফ লস্কর (১৩) নামে এক শিশু শিক্ষার্থী মারা গেছে। রবিবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে ফরিদপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে শিশুটি মারা যায়।</p> <p>মারুফ লস্কর ফরিদপুরের সালথা উপজেরার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামের সোহরাব লস্করের ছেলে। এক ভাই ও এক বোনের মধ্যে সে ছিল ছোট। বোনের বিয়ে হয়ে গেছে। সোহরাব লস্কর স্ত্রী শামেলা ও ছেলে মারুফকে নিয়ে ফরিদপুর শহরের আলীপুর রাজ্জাকের মোড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। আর নিহত মারুফ স্থানীয় আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সদ্য নিয়োগপ্রাপ্ত পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/13/1736760963-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সদ্য নিয়োগপ্রাপ্ত পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/13/1468220" target="_blank"> </a></div> </div> <p>এলাকাবাসী জানায়, একটি হত দরিদ্র পরিবারের ছেলে মারুফ পড়াশোনার পাশাপাশি পোস্টার সাটানো কিংবা সাইনবোর্ড লটকানোর কাজ করত। গত রবিবার বিকেলের দিকে সে শহরের রাজ্জাকের মোড় একটি বিউটি পার্লারের কয়েকটি ডিজিটাল সাইনবোর্ড টাঙায়। এরপর ওই এলাকার খাবার হোটেলের একটি সাইনবোর্ড নামানোর জন্য মই বেয়ে ওপরে উঠলে সে পা পিচলে সড়কে পড়ে গিয়ে মারাত্মক আহত হয়।</p> <p>স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বালুর ট্রলির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/13/1736760685-c9fd6fdf6a48d3cd44e325e95e7cf0b5.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বালুর ট্রলির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/13/1468217" target="_blank"> </a></div> </div> <p>ফরিদপুর কোতয়ালী থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, ‘এ মৃত্যুর ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃত শিশুর মায়ের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহটি স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে। পরে মরদেহটি জেলার সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামে দাফন করা হয়েছে।’</p> <p>নিহতের বাড়িতে গিয়ে দেখা যায়, নিহত মারুফের বাবা সোহরাব বিলাপ করতে করতে বলছেন, ‘আমার কি সর্বনাশ হইয়া গেল রে, আমার সোনা হারায় গেল রে। এখন কে আমাকে বাবা ডাকবে, কে পাশে দাঁড়াবে। আমার সব আশা শেষ হইয়া গেল।’ মারুফের মা শামেলা বেগম ঘরের মধ্যে আহাজারি করছেন। তাকে ঘিরে রেখেছে প্রতিবেশিরা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দুর্নীতির অভিযোগে বরখাস্ত পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/13/1736760846-706e064829513b3351a12247e94b39e5.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দুর্নীতির অভিযোগে বরখাস্ত পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/13/1468218" target="_blank"> </a></div> </div> <p>সালথার সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান জানান, আজ সোমবার বাদ জোহর জানাজা শেষে স্থানীয় পারিবারিক কবরাস্থানে মারুফের মরদেহ দাফন করা হয়েছে।</p>