<p style="text-align:justify">কুমিল্লার নাঙ্গলকোটে সড়ক থেকে দুই নারীকে তুলে নিয়ে স্থানীয় যুবদল কর্মীর নেতৃত্বে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার ৪ দিন পর থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই দুই নারী। এ নিয়ে উপজেলা জুড়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। </p> <p style="text-align:justify">বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের নুরপুর গ্রামের সেবাখোলায় স’মিলের ভেতর এ ঘটনা ঘটে। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে ফজলুল হক তথ্যটি নিশ্চিত করেছেন।</p> <p style="text-align:justify">অভিযুক্তরা হলেন, উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের যুবদল কর্মী মো. মহসিন। তিনি বাঙ্গড্ডা ইউনিয়নের নুরপুর গ্রামের রঞ্জু মিয়ার ছেলে। </p> <p style="text-align:justify">অন্যজন হলেন, সেবাখোলায় স’মিলের মালিক খোকন মিয়া। বাকিদের পরিচয় জানাতে পারেনি ভুক্তভোগী নারীরা।</p> <p style="text-align:justify">ভুক্তভোগীদের দাবি, তারা দুজন বান্ধবী। কুমিল্লা নগরীর টমছমব্রিজে একটি মেসে একসঙ্গে ভাড়া থাকেন তারা। নুরপুর এলাকায় শহিদ নামের এক যুবকের সঙ্গে তাদের একজনের ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৯ জানুয়ারি দুপুরে দুই বান্ধবী শহিদের সঙ্গে দেখা করতে সেখানে যান। পরে ৭-৮ জন মিলে তাদেরকে সেবাখোলা বাজারে খোকন মিয়ার স’মিলে নিয়ে যান। এরপর যুবদল কর্মী মহসিনের নেতৃত্বে দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পালাক্রমে তাদের ধর্ষণ করেন। </p> <p style="text-align:justify">তারা বলেন, এক পর্যায়ে আমরা তাদের হাত-পায়ে ধরে সেখান থেকে কুমিল্লায় চলে আসি। তারা অসামাজিক কাজের ভিডিও ফুটেজ ধারণ করে রেখেছে। কাউকে বললে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন তারা।</p> <p style="text-align:justify">খোঁজ নিয়ে জানা যায়, এ ঘটনার পর থেকে স’মিলের মালিক খোকন মিয়া পলাতক রয়েছেন। অভিযুক্ত যুবদল কর্মী মহসিনও এলাকা ছাড়া।</p> <p style="text-align:justify">এ বিষয়ে জানতে স’মিলের মালিক খোকন মিয়া ও অভিযুক্ত মহসিনকে একাধিকবার ফোন করলেও তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।</p> <p style="text-align:justify">তবে মহসিনের বাবা রঞ্জু মিয়া কালের কণ্ঠকে বলেন, আমার ছেলের বিরুদ্ধে একটি গ্রুপ অপপ্রচার চালাচ্ছে। এর আগেও তার বিরুদ্ধে অনেক অপপ্রচার হয়েছে।</p> <p style="text-align:justify">নাঙ্গলকোট উপজেলা যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, মহসিন যুবদলের কেউ না। যেহেতু অভিযোগ উঠেছে, এ বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। সে যুবদলের হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।</p> <p style="text-align:justify">নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে ফজলুল হক বলেন, ভুক্তভোগী দুই নারীর অভিযোগ সূত্রে বিষয়টি জেনেছি। পুলিশ তাদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে বেরিয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।</p>