<p>পূর্বাচল নতুন শহর প্রকল্পে বেআইনিভাবে ১০ কাঠার দুটি সরকারি প্লট বরাদ্দের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়েছে।</p> <p>বিষয়টি নিশ্চিত করেছেন দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন। </p> <p>তিনি জানান, পৃথক দুই মামলায় সজীব ওয়াজেদ জয় ও শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। আর সজীব ওয়াজেদ জয়ের মামলায় সহায়তায়কারী হিসেবে শেখ হাসিনাকেও আসামি করা হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের খবর জানালেন জয়, আরো যা বললেন" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/14/1736841864-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের খবর জানালেন জয়, আরো যা বললেন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2025/01/14/1468548" target="_blank"> </a></div> </div> <p>দুদক সূত্র জানায়, ‘ক্ষমতার অপব্যবহার করে’ পূর্বাচল নতুন শহর প্রকল্পে শেখ হাসিনার নিজ নামে ১০ কাঠার প্লট এবং তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে ১০ কাঠা প্লট বরাদ্দের অভিযোগে দুটি মামলা হয়। দ্বিতীয় মামলায় প্রধান আসামী জয়ের সঙ্গে শেখ হাসিনাকে সহযোগী আসামি করে অপর মামলাটি দায়ের করা হয়।</p>