<p style="text-align:justify">ভারতে যাওয়ার পথে বেনাপোল ইমিগ্রেশনে আটক হয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পান্ডে ও তার ছোট ভাই সত্যজিত পান্ডে। আটক সুস্মিতা মাগুরা সদরের ঢাকা রোডের স্বপন পান্ডের মেয়ে। </p> <p style="text-align:justify">জানা যায়, আজ সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে ভারত যাচ্ছিলেন তারা। এ সময় তাদের আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হ’" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/13/1736772832-3665ec790f77d363e0d460c02cc3d68f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হ’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/13/1468294" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক ইব্রাহিম আহম্মেদ জানান, মাগুরা জেলা সদরের স্বপন পান্ডের মেয়ে আজ বিকেলে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে প্রবেশকালে তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ করলে নিজেকে ঢাকার নিউ মার্কেট এলাকার একটি হত্যা মামলার আসামি হিসাবে স্বীকার করেন সুস্মিতা। তিনি ঢাকা ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি বলেন, আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।</p> <p style="text-align:justify">বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, ঢাকা ইডেন কলেজ শাখার ছাত্রলীগ নেত্রী সুস্মিতা এবং তার ছোট ভাই সত্যজিত পান্ডে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন তাদের আটক করে পোর্ট থানায় হস্থান্তর করেছে। এখান থেকে তাদের ঢাকার নিউ মার্কেট থানার হেফাজতে হস্তান্তর করা হবে।</p>