<p>উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর সঙ্গে বাণিজ্য বৃদ্ধির অবারিত সুযোগ রয়েছে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ সচিব মর্যাদায় দেশটিতে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়া মুশফিকুল ফজল আনসারী। তিনি বলেছেন, বর্তমানে মেক্সিকোর সঙ্গে ৬০০ মিলিয়ন ডলারের বেশি বাণিজ্য রয়েছে। এটি আরো বহুগুণ বাড়ানো সম্ভব। শুধু সরাসরি পণ্যবাহী কার্গো সেবা চালু হলে এখনই ১০০ মিলিয়ন ডলার বাণিজ্য বৃদ্ধি সম্ভব। </p> <p>মুশফিকুল ফজল বলেন, ‘আমার প্রথম কাজ হবে বাংলাদেশ থেকে সরাসরি পণ্যবাহী কার্গো সেবা চালু করা। এটি এখন ভারত হয়ে সম্পাদিত হচ্ছে।’ </p> <p>সোমবার (১৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিক্যাব লাউঞ্জে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোমেটিক করসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) সঙ্গে এক চা চক্রে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। </p> <p>সাংবাদিক থেকে কূটনীতিক হিসেবে নিয়োগ পাওয়া মুশফিকুল বলেন, প্রথমে ভেবেছিলাম মেক্সিকো গিয়ে কী করব? কিন্তু পরে যখন জানলাম এবং বুঝলাম, তখন মনে হলো মেক্সিকোতেও দেশকে উপস্থাপনে অনেক কিছু করার আছে। কাজের বিশাল পরিধি আছে। অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ‘থ্রি জিরো’ তত্ত্বের বিশাল ক্যাম্পেইন আছে, তাঁর সোশ্যাল বিজনেস সেখানে আছে। </p> <p>মুশফিকুল বলেন, বিশেষ করে, যাঁরা কূটনীতিতে আছেন, তাঁরা তাঁদের সক্ষমতা যদি চর্চা করতে চান তাহলে কিছুটা স্বাধীনতারও প্রয়োজন রয়েছে।</p>