<p>মাঠের সময়টা দারুণ কাটছে শামীম হোসেন পাটোয়ারীর। এবার তার সঙ্গে যুক্ত হয়েছে মাঠের বাইরের সুসংবাদও। প্রথমবারের মতো বাবা হয়েছেন চিটিগাং কিংসের হয়ে দারুণ ছন্দে থাকা এই বাঁহাতি ব্যাটার।</p> <p>সব মিলিয়ে যেন এখন সুখের সাগরে অবগাহন করছেন শামীম। বাবা হওয়ার খুশির সংবাদটি নিজেই জানিয়েছেন তিনি। ২৪ বছর বয়সী ব্যাটার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, পুত্রসন্তান পেয়ে আমরা আনন্দিত। আল্লাহ তাকে হেদায়েত দান করুন, রক্ষা করুন এবং সচ্চরিত্রের অধিকারী করুন। তার এই জীবনযাত্রায় আপনাদের প্রার্থনা প্রার্থী।’</p> <p><iframe frameborder="0" height="628" sandbox="allow-scripts allow-same-origin" scrolling="no" src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FShamimhossainpatwary.official%2Fposts%2F1297905891281852&width=500&show_text=true&height=628&appId" style="border:none;overflow:hidden" width="500"></iframe></p> <p>সহপাঠী ইয়োসরা নূরের সঙ্গে ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন শামীম। এবারের বিপিএলে এখন পর্যন্ত চার ম্যাচ ব্যাটিংয়ের সুযোগ পেয়ে এক ফিফটিতে ১১১ রান করেছেন তিনি। তার দল চিটাগাংও হ্যাটট্রিক জয়ে ৬ পয়েন্টে দুইয়ে আছে। ১৪ পয়েন্টে শীর্ষে আছে রংপুর রাইডার্স।</p>