<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্রীড়া প্রতিবেদক : আগের আসরগুলোর তুলনায় এবারের ছবিটা একটু ভিন্ন। বিদেশিরা নন, ঢাকা-সিলেট হয়ে চট্টগ্রামে মাঠে গড়ানোর অপেক্ষায় থাকা চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এখন পর্যন্ত পারফরম্যান্সে স্বদেশিদেরই জয়গান। ব্যাটে-বলে তাসকিন আহমেদ ও জাকির হাসানরাই এই আসরের শীর্ষ পারফরমার।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/1. january/15-01-2025/2/kalerkantho-sp-2a.jpg" height="416" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/1. january/15-01-2025/2/kalerkantho-sp-2a.jpg" style="float:left" width="250" />একসময় টপ অর্ডার ও ফিনিশিংয়ে পুরোপুরি বিদেশিনির্ভরতা ছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর। কিন্তু এবার সিলেট পর্ব পর্যন্ত সেরা পাঁচ রান সংগ্রাহকের চারজনই বাংলাদেশের। সবচেয়ে বড় কথা, সবাই ব্যাটিং করছেন টপ অর্ডারে। ৬ ম্যাচে ১৪৯.৪০ স্ট্রাইক রেটে ২৫১ রান করে সবার ওপরে আছেন জাকির। টপ অর্ডারে সিলেট স্ট্রাইকার্সের অন্যতম ভরসা হয়ে উঠেছেন এই বাঁহাতি। তালিকার দুইয়ে অবশ্য পাকিস্তানের উসমান খানের নাম। পরের তিনজন তানজিদ হাসান তামিম, লিটন দাস ও সাইফ হাসান। দলের মতো নিজেও ধুঁকতে থাকা লিটন সিলেট পর্বে রানের দেখা পেয়েছেন। শেষ দুই ম্যাচে দুটি বড় ইনিংস তাঁকে সেরার তালিকায় তুলে এনেছে। দুর্বার রাজশাহীর বিপক্ষে সিলেট পর্বে নিজেদের শেষ ম্যাচে তাঁর সেঞ্চুরিতে টানা ছয় হারের পর জয়ের দেখা পায় ঢাকা ক্যাপিটালস।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সেই ম্যাচে সেঞ্চুরি করেন ওপেনিংয়ে লিটনের সঙ্গী তানজিদও। লিটনের মতো ঢাকার ব্যাটিংয়ের মূল শক্তি এই ব্যাটার আছেন সেরা পাঁচের তিন নম্বরে। দলের ভরসা হয়ে উঠেছেন রংপুর রাইডার্সের সাইফ হাসানও। তিনি ১২৬.৬৭ স্ট্রাইক রেটে করেছেন ২২৮ রান। ফিনিশিংয়ে স্থানীয়দের পতাকা বয়ে নিচ্ছেন নুরুল হাসান সোহান, জাকের আলি অনিক, মাহিদুল ইসলাম অংকন, শামীম হোসেনরা। সেরা ২৫-এ না থাকলেও এখন পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে কার্যকর আর বিধ্বংসী ইনিংসগুলোর দেখা মিলেছে নুরুল হাসানের ব্যাটেই। এর মধ্যে ফরচুন বরিশালের বিপক্ষে শেষ ওভারে জেতার জন্য রংপুরের লাগত ২৬ রান। বরিশালের পেসার কাইল মায়ার্সের ওপর ঝড় বইয়ে দিয়ে সমান তিনটি করে চার ও ছক্কায় নুরুল নেন ৩০ রান। ঢাকা পর্বে সিলেটের বিপক্ষে দলের বিপর্যয়ের মুখে পাল্টা আক্রমণে ২৪ বলে ৪১ রানের দুর্দান্ত একটি ইনিংসও খেলেছিলেন নুরুল। পরে সেই ম্যাচটিও রংপুর জেতে ৩৪ রানে। অন্যদিকে প্রতি ম্যাচেই শেষ দিকে দলকে দ্রুত রান তুলে দিচ্ছেন জাকের-মাহিদুল-শামীমরা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এবারের আসরের সর্বোচ্চ (৪৫৭.১৪) স্ট্রাইক রেটের ইনিংসটি নুরুলের। পরেরটি মাহিদুলের। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম ১৮ বলে ফিফটি করা ইনিংসে মাহিদুলের স্ট্রাইক রেট ছিল ২৬৮.১৮। সিলেট পর্বে রানের দেখা পেয়েছেন বিতর্ককে সঙ্গী বানিয়ে ফেলা সাব্বির রহমান। চিটাগং কিংসের বিপক্ষে ৮২ রানের বিধ্বংসী ইনিংসের পর কয়েকটি ক্যামিওও দেখা গেছে তাঁর ব্যাটে। ব্যাটিংয়ের মতো বোলিংয়েও দাপট দেখাচ্ছেন তাসকিনের মতো স্থানীয়রা। সেরা পাঁচ উইকেটশিকারির চারজন বাংলাদেশি। ৬ ম্যাচে ১৪ উইকেট নিয়ে সবার ওপরে তাসকিন। তালিকার চারে থাকা পাকিস্তানি খুশদিল শাহকে এক পাশে রাখলে বাকি তিনজন তানজিম হাসান সাকিব, আবু হায়দার রনি ও মেহেদী হাসান। তালিকার ছয়ে থাকা নাহিদ রানার উইকেটও পাঁচে থাকা মেহেদীর মতো ৯টি। চট্টগ্রাম হয়ে ঢাকার শেষ পর্বেও নিশ্চয়ই এই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবেন তাসকিন-জাকিররা।</span></span></span></span></p>