<p>ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত একজন নাগরিকের মৃতদেহ ফেরত পাঠাতে এবং আহত আরো এক ভারতীয়কে দ্রুত দেশে ফেরত আনতে মস্কোর সঙ্গে কাজ করছে ভারত। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ভারত সরকার এই তথ্য জানিয়েছে।</p> <p>দেশটির সরকার সরকার জানিয়েছে, তারা রাশিয়ান সেনাবাহিনীতে কর্মরত বাকি ভারতীয় নাগরিকদের দ্রুত মুক্তির দাবিও জানিয়েছে। এর আগে গত বছরের আগস্টে আরো এক ভারতীয় নিহত হয়েছিল এ যুদ্ধে।</p> <p>ইন্ডিয়ান এক্সপ্রেস এর আগে গত সোমবার জানায়, ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধের ফ্রন্টলাইনে থাকা এক ভারতীয়র মৃত্যু হয়েছে এবং তার আত্মীয় গুরুতর আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম বিনিল টি বি (৩২) এবং তিনি কেরালার ত্রিশুর জেলার ওয়াডাক্কানচেরির বাসিন্দা। আহত ব্যক্তির নাম জৈন টি কে (২৭) এবং তিনিও একই অঞ্চলের বাসিন্দা। কয়েকদিন আগে বিনিলের পরিবার একটি বার্তা পায়। সেই বার্তায় বলা হয়, ড্রোন হামলায় দুই ব্যক্তি আহত হয়েছেন। কিন্তু পরে তার পরিবার আর যোগাযোগ করতে পরেনি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="অবশেষে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেপ্তার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/15/1736911151-fee4e47f3e4c529b1f2c751035a4492c.gif" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>অবশেষে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেপ্তার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2025/01/15/1468854" target="_blank"> </a></div> </div> <p>গতকাল মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা কেরালার একজন ভারতীয় নাগরিকের দুর্ভাগ্যজনক মৃত্যুর খবর পেয়েছি। তিনি রাশিয়ান সেনাবাহিনীতে চাকরি করার জন্য নিয়োগ পেয়েছিলেন বলে মনে হচ্ছে। কেরালার আরেক ভারতীয় নাগরিকও একইভাবে নিয়োগ পেয়েছিলেন এবং আহত হয়েছেন। তিনি মস্কোর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’</p> <p>তিনি আরো বলেন, ‘আমরা মৃতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। মস্কোতে আমাদের দূতাবাস তার পরিবারের সঙ্গে যোগাযোগ করছে এবং সম্ভাব্য সকল সহায়তা প্রদান করা হচ্ছে। আমরা রাশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি, যাতে মৃতদেহ দ্রুত ভারতে পাঠানো যায়। আহতদের দ্রুত চিকিৎসা প্রাদান এবং ভারতে প্রত্যাবাসনের জন্যও অনুরোধ করেছি।’</p> <p>জয়সওয়াল বলেন, ‘বিষয়টি মস্কোর কর্তৃপক্ষের পাশাপাশি নয়াদিল্লিতে রাশিয়ান দূতাবাসের কাছে জোরালোভাবে উত্থাপন করা হয়েছে। আমরা বাকি ভারতীয় নাগরিকদের দ্রুত চিকিৎসার জন্য আমাদের দাবিও পুনর্ব্যক্ত করেছি।’</p> <p>এর আগে ওই দুই ব্যক্তির আত্মীয় সনিশ বলেছিলেন, ‘বিনিলের স্ত্রী মস্কোর ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। তিনি কর্মকর্তাদের ফোন করলে তারা মৌখিকভাবে নিশ্চিত করেন যে, বিনিল মারা গেছেন। কর্মকর্তারা বলেছেন, রাশিয়ান সেনাবাহিনীর কাছ থেকে তাদের কাছে এই বিষয়ে তথ্য রয়েছে।’</p> <p>এটি রাশিয়ান সেনাবাহিনীর হয়ে যুদ্ধ করার সময় কেরালার দ্বিতীয় কোনো ব্যক্তির মৃত্যু। গত বছরের আগস্টে ত্রিশুরের বাসিন্দা সন্দীপ ড্রোন হামলায় নিহত হয়েছিলেন।</p> <p>বিনিল এবং জৈন বেশ কয়েকজন ভারতীয় যুবকের মধ্যে ছিলেন, যারা গত বছরের এপ্রিল মাসে রাশিয়ায় গিয়েছিলেন। দেশটির সামরিক সহায়তা পরিষেবায় ইলেকট্রিশিয়ান, রাঁধুনি, প্লাম্বার এবং ড্রাইভার হিসেবে নিয়োগের আশায় গিয়েছিলেন তারা। সেখানে তাদের ভারতীয় পাসপোর্ট ত্যাগ করে স্থায়ীভাবে বসবাস করতে বাধ্য করা হয়েছিল এবং রাশিয়ান সেনাবাহিনীতে যোগদান করানো হয়েছিল। তাদের যুদ্ধের প্রথম সারিতে ঠেলে দেওয়া হয় বলেও ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে।</p> <p>সূত্র :ইন্ডিয়ান এক্সপ্রেস।</p> <p> </p>