<p style="text-align:justify">চট্টগ্রামের লোহাগাড়ায় জাহেদ নামে এক ব্যক্তি হত্যার ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে চট্টগ্রাম শহর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় আসামিদের কাছ থেকে নিহত জাহেদের মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। </p> <p style="text-align:justify">গ্রেপ্তাররা হলেন- লোহাগাড়ার উত্তর কলাউজানের রসুলবাদ পাড়ার ইউনুছের ছেলে ইকবাল হোসেন ইমন (২২) ও একই এলাকার নুরুল আলমের ছেলে আনিছুর রহমান আসিফ (২১)। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ক্যারিয়ারের সোনালি সময়েই হত্যা করা হয় মডেল তিন্নিকে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/15/1736925299-ea3d09b3b2ec64ae19878712c7afce09.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ক্যারিয়ারের সোনালি সময়েই হত্যা করা হয় মডেল তিন্নিকে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/15/1468895" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">এর আগে গতকাল সকালে লোহাগড়ার উত্তর কলাউজানের রাবার ড্যাম বাজারস্থ কালী মন্দিরের পাশ থেকে জাহেদের মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় রাতেই নিহত জাহেদের ভাই শাকিল হত্যা মামলা করেন। </p> <p style="text-align:justify">শাকিল হাসান জানান, গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে জাহেদকে তার বন্ধু ইমন ডেকে নিয়ে যান। গভীর রাত হলেও বাসায় না ফেরায় মোবাইলে করলে নম্বর বন্ধ পাওয়া যায়। কোনো উপায় না পেয়ে পরদিন সকালে লোহাগাড়ার উত্তর কলাউজানের রাবার ড্যাম বাজারস্থ কালী মন্দিরের পাশ থেকে জাহেদের মরদেহ উদ্ধার করা হয়। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘আমরা বৈষম্যের শিকার’, মুচকি হেসে আরো যা বললেন পলক" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/15/1736926260-a4dba9b67cf54c1c9da7b162dfbc1b74.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘আমরা বৈষম্যের শিকার’, মুচকি হেসে আরো যা বললেন পলক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2025/01/15/1468900" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম জানান, মামলা হওয়ার পর অভিযান চালিয়ে রাতেই চট্টগ্রাম শহর থেকে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহত জাহেদের মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।</p> <p style="text-align:justify">লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গ্রেপ্তারদের রাতে আটক করে থানায় আনা হয়। পরে আজ বুধবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়। <br />  </p>