<p style="text-align:justify">গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিনিরাইলে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা। তবে, স্থানীয়ভাবে এটি জামাই মেলা নামে পরিচিত।</p> <p style="text-align:justify">মঙ্গলবার (১৪ জানুয়ারি) সরেজমিনে দেখা যায়, গাজীপুর জেলার কালিগঞ্জে এই মেলাকে ঘিরে চলছে উৎসব ও আমেজ। দলে দলে লোকজন আসছেন মেলায়। এই মেলায় প্রায় দুই কোটি টাকার বেশি মাছ বিক্রি হয়।</p> <p style="text-align:justify">মেলা উপলক্ষে সকাল থেকেই সহস্রাধিক দোকানে মাছের পসরা সাজিয়ে বসেন মাছ বিক্রেতারা। চট্টগ্রাম, কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে মাছ নিয়ে এসেছেন ব্যবসায়ীরা। মেলা ঘিরে এলাকায় উৎসবে মেতে উঠেছেন সাধারণ মানুষ।</p> <p style="text-align:justify">জনশ্রুতি আছে পৌষ সংক্রান্তি উপলক্ষে ১৯১০ সাল থেকে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। আবার অনেকের মতে, ১৮শতকে মেলাটির প্রচলন হয়। মূলত মৎস্য মেলা হিসেবে শুরু হলেও পরবর্তীতে এটি জামাই মেলা নামে পরিচিতি পায়। প্রতি বছর মেলা উপলক্ষে গাজীপুরের কযেকটি উপজেলার মানুষ তাদের মেয়ের জামাইকে বাড়িতে নিমন্ত্রণ জানায়।</p> <p style="text-align:justify">নামে জামাই মেলা হলেও মূলত এখানে বিক্রি হয় ছোট-বড় দেশি–বিদেশি, সামুদ্রিকসহ নানা জাতের মাছ। থরে থরে সাজানো এক একটি বিশাল ওজনের মাছ, যার কোনোটা ১০ হাজার আবার কোনোটার দাম হাঁকা হচ্ছে লাখ টাকার ওপরে।</p> <p style="text-align:justify">মেলায় মাছ ছাড়াও স্থানীয় বিক্রেতাগণ বিভিন্ন মিষ্টান্ন জাতীয় খাবার যেমন, চমচম, রসগোল্লা, সন্দেশসহ আসবাবপত্র, খেলনা ইত্যাদি বিক্রি করেন। মেলায় কেনাকাটার পাশাপাশি গ্রামীণ ঐতিহ্য অনুসারে বিনোদনের জন্য পুতুল নাচ, নাগর দোলা ও লাঠি খেলার আয়োজন করা হয়।</p> <p style="text-align:justify">মেলা নিয়ে কথা হয় চুপাইর গ্রামের জামাই সফিকুল ইসলামের সঙ্গে। তিনি জানান, এবার সাড়ে ১৫ হাজার টাকার চিতল, বোয়াল, আইড়সহ বিভিন্ন প্রজাতির মাছ কিনেছেন শশুর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য।</p> <p style="text-align:justify">মাছের মেলা সংলগ্ন মোক্তারপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বিমল চন্দ্র জানান, মাছের মেলাটি এ অঞ্চলের ঐতিহ্যের ধারক। মেলায় বেচাকেনা যতই হোক না কেনো, এ মেলা আমাদের ঐতিহ্যকে বহন করছে এটাই সবচেয়ে বড় কথা।</p>