<p style="text-align:justify">গাজীপুরের কালিয়াকৈরে স্বপদে বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সদ্য বহিষ্কৃত গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রনি। সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে কালিয়াকৈর প্রেস ক্লাব হলরুমে সংবাদ সম্মেলন করেন তিনি।</p> <p style="text-align:justify">সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বহিষ্কৃত যুবদল নেতা রাশেদুল ইসলাম রনি বলেন, ‘চন্দ্রা এলাকার বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের ব্যবসায়ী শাখার সহকারী শিক্ষক বশির উদ্দিনকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমি ওই ঘটনায় জড়িত নই। বশির স্যার আমাদের শিক্ষক ও গুরুজন, তাকে আমি কেন মারধর করব, কে বা কারা মারধর করেছে আমি তা অবগত নই।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও বানোয়াট। প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তির দাবি জানাই। আমাকে স্বপদে ফিরিয়ে নিতে জোর দাবি জানাই।’</p> <p style="text-align:justify">এ সময় পৌর ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সহসভাপতি রনি সরকার, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, যুবদলকর্মী শরীফ আল মামুন, এসএসসি পরীক্ষার্থী সালমান ফারসি সৈকত ও রায়হান উপস্থিত ছিলেন।</p>