<p>গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের ব্যবসায়ী শাখার সহকারী শিক্ষক বশির উদ্দিনের ওপর হামলার অভিযোগে গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদ ইসলাম রনিকে দলের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার  করা হয়েছে।</p> <p>গতকাল রবিবার (১২ জানুয়ারি) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সেন্ট মার্টিন দ্বীপ দখলের দাবিটি ভুয়া" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/13/1736742618-bfcb11456569beb0d3d02e32c007b1fd.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সেন্ট মার্টিন দ্বীপ দখলের দাবিটি ভুয়া</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/13/1468135" target="_blank"> </a></div> </div> <p>চিঠিতে আরো বলা হয়, বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায় দায়িত্ব দল নেবে না। যুবদলের দলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।</p> <p>জানা যায়, গতকাল রবিবার সকালে কালিয়াকৈরের চন্দ্রা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের ব্যবসায়ী শাখার সহকারী শিক্ষক বশির উদ্দিনকে গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রনির নেতৃত্বে স্কুলের অফিস থেকে টেনেহিঁচড়ে বের করে বেদম মারধর করে গুরুতর আহত করা হয়। এ সময় স্কুলে প্রাক্তন ছাত্র রিজভি আহমেদ রাজিব শিক্ষক বশির উদ্দিনকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও বেদম মারধর করা হয়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে শিক্ষক বশির উদ্দিন ও শিক্ষার্থী রাজীভী আহমেদ রাজীবকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। </p>