<p style="text-align:justify">পিরোজপুরের নাজিরপুরের সেখমাঠিয়া ইউনিয়নের স্থানীয় বাসিন্দাদের কাছে আতঙ্কের এক নাম বিএনপি নেতা মাসুম মিনা। ইতিমধ্যে তিনি গড়ে তুলেছেন এক বিশাল বাহিনী। এই বাহিনীর মাধ্যমে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। </p> <p style="text-align:justify">এ বিষয়ে উপজেলা বিএনপি, উপজেলা নির্বাহী অফিসার, থানা ও নাজিরপুর প্রেস ক্লাবে ভুক্তোভোগী রেজাউল ইসলাম একটি লিখিত অভিযোগ করেছেন। মাসুম মিনা সেখমাঠিয়া ইউনিয়নের বাকশী গ্রামের মৃত লতিফ মিনার ছোট ছেলে। তিনি শেখমাঠিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা বিএনপির সদস্য।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিএনপির সঙ্গে জামায়াতের দূরত্ব নয়, সুসম্পর্ক রয়েছে : ডা. তাহের" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/12/1736629960-74873af08bc512b1c3ec4c647cf465fc.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিএনপির সঙ্গে জামায়াতের দূরত্ব নয়, সুসম্পর্ক রয়েছে : ডা. তাহের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/12/1467720" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">স্থানীয়রা জানান, গত ৫ আগস্টের পর মাসুম মিনা বাহিনীর উত্থান ঘটে। জোর করে জমি দখল, চাঁদাবাজি, মারামারি, অমানবিক নির্যাতন, জোরপূর্বক জমির ফসল কেটে নেওয়া ও খাসজমি দখলের অভিযোগ উঠেছে এই বাহিনীর বিরুদ্ধে। এই বাহিনী সুসংগঠিত হয়ে তাদের কর্মকাণ্ড পুরোদমে চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পান স্থানীয়রা। </p> <p style="text-align:justify">সম্প্রতি মাসুম ও তার বাহিনীর বিরুদ্ধে স্থানীয় কৃষক রেজাউল শেখ নামের এক ব্যক্তি থানায় অভিযোগ করলে বেড়িয়ে আসে এমন সব ভয়ংকর তথ্য। তার এ অপকর্মের সঙ্গে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কতিপয় নেতাকর্মীও জড়িত।</p> <p style="text-align:justify">রেজাউল শেখ জানান, আমি স্থানীয় বাসুদেব চ্যাটার্জীর কাছ থেকে ২৭ কাঠা জায়গা দীর্ঘ দিন ধরে নগদ বান্দা (বার্ষিক চুক্তিতে) নিয়ে চাষাবাদ করে সংসার চালাই। গত ৫ ডিসেম্বর আমর ওই জামিতে থাকা আমন ধান মাসুম মিনা বাহিনী দিয়ে কেটে নিয়ে যায়। আমি বাধা দিলে আমাকে বেধরক মারধর করে। আমি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ি। আমার স্ত্রী আমাকে নিয়ে হাসপাতালে ভর্তি করলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিছুটা সুস্থ হয়ে বাড়ী ফিরে এসে স্থানীয় বিএনপি নেতাদের নিকট অভিযোগ দিলে মাসুম মিনার তার বাহিনী দিয়ে আমার বাড়ীতে ৩ বস্তা (৩ মন) ধান দিয়ে যায়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিএনপির দুই পক্ষের বিরোধে বাগেরহাটে ৮ বাড়িতে আগুন, আহত ২০" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/09/1736372240-7d419087fdd948ed2330c4df1c2e3259.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিএনপির দুই পক্ষের বিরোধে বাগেরহাটে ৮ বাড়িতে আগুন, আহত ২০</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/09/1466774" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">এ বিষয়ে বাসুদেব চ্যাটার্জী জানান, ‘এ জমি আমার বাবার অংশ, আমার ভোগ দখলে। ২০১৫ সালে একদল লোক ডিসিআর কাটছিল, তবে মাসুম মিনা না। এর বিরুদ্ধে হাইকোর্ট করেছি, বিভাগীয় কমিশনারে মামলা করেছি। দুই জায়গা থেকেই জায়গা স্ট্রে করেছে, ডিসি স্যার আমাকে নোটিশ দিয়ে দখল দিয়েছে। এই ভিপি জমি নিয়ে ট্রাইব্যুনালে মামলা চলমান। আমার বর্গাচাষীদের মারধর করে ধান কেটে নিয়ে গেছে এবং শোনা যাচ্ছে আমার জমি নাকি তারা এসে ভাগ করে নেবে (মাসুম মিনা বাহিনী)। আমি এদের ভয়ে এক প্রকার গৃহবন্দি। আমার ঘড়ে আগুন ও মিথ্যা মামলা দেওয়ার হুমকি দেয়। এ নিয়ে আমি ১২ জানুয়ারি পিরোজপুর জেলা পুলিশ সুপারের বরাবরে একটি লিখিত অভিযোগও দিয়েছি।’</p> <p style="text-align:justify">রেজাউল শেখের অভিযোগের তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপরে চড়াও হয় মাসুম মিনার বাহিনী। মাসুমের কাছে বক্তব্য জানতে চাইলে তিনি সাংবাদিকদের মুঠোফোনে বলেন, ‘ও (রেজাউল) তো ছেচা (মারধর) আবার খাবে।’</p> <p style="text-align:justify">গালমন্দ করে তিনি বলেন, ‘অভিযোগ কেন দিয়েছে, ওর ধান তো ফেরত দেওয়া হয়েছে।’ অন্যের ধান কাটা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, ওটা ভিপি জমি। আমাদের নামে ডিসিআরের জন্য আবেদন দিয়েছি।</p> <p style="text-align:justify">মাসুম বাহিনীর এক সদস্য সুরঞ্জিত চক্রবর্তীর সঙ্গে কথা হলে তিনি জানান, ‘ধান কাটতে বলেছেন ইউএনও, এসিল্যান্ড, আমরা তাদের নির্দেশে ধান কেটেছি। শুধু আমার কাছে কেন জিজ্ঞেস করেন, ওখানে তো আরো ৪০ জন ছিল, তাদের কাছ থেকে স্বাক্ষাৎকার নিতে পারেন না?’</p> <p style="text-align:justify">এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ জানান, এসিল্যান্ড বদলি হয়ে গেছে। এখনো কেউ যোগদান করেননি। ফলে এসিল্যান্ড এমন কথা বলবে কিভাবে? আর আমি কাউকে ধান কাটার অনুমতি দেয়নি। এ তথ্য মিথ্যা। আমি এ বিষয়ে কিছু জানিই না, আপনাদের কাছ থেকে এই শুনলাম।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘ওই সুরঞ্জিত নামের ব্যক্তিকে আমি চিনিও না। ভুক্তোভোগী কেউ আমার কাছে অভিযোগ দিলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’</p> <p style="text-align:justify">নাম না প্রকাশের শর্তে একাধিক ব্যক্তি জানান, হুমকি ধামকি এবং ভয়-ভীতি প্রদর্শন করে তাদের বিরুদ্ধে কোথাও অভিযোগ না দেওয়ার নির্দেশ দেয় মাসুম বাহিনী। এই বাহিনীতে শতাধিক সদস্য রয়েছে। তাদের মধ্যে সুরঞ্জিত চক্রবর্তী, উজ্জ্বল শেখ, খোকা শেখ, মো. মহি শেখ, আবুল শেখ, শহিদুল ইসলাম রাঙ্গা, দুলু শেখ, তৌহিদ শেখ অন্যতম। এই বাহিনী সংঘবদ্ধভাবে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাঁদা আদায় করে থাকে। এছাড়া জোর জবরদস্তি করে জমি দখল করে দেওয়ার টেন্ডার নিয়ে থাকে।</p> <p style="text-align:justify">তথ্য রয়েছে, শেখমাটিয়া ইউনিয়নের পূর্ব বাকুলি গ্রামের অনিল ভট্টাচার্যের পুত্র অবসরপ্রাপ্ত এনবিআর কর্মকর্তা পরিমল ভট্টাচার্যের কাছ থেকে গত ৯ আগস্ট জোরপূর্বক ৫৫ নং বাকুলি মৌজায় ৮২ শতাংশ জমি নাজিরপুর উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে তখনকার সাব রেজিস্টার জোবায়ের হোসেনের সহযোগিতায় লিখে নিয়েছে এই বাহিনী। যার দলিল নং ১৭৮৩ /২৪।</p> <p style="text-align:justify">অবসরপ্রাপ্ত এনবিআর কর্মকর্তার পরিমল ভট্টাচার্য জানান, দলিল লিখে আমার বাড়িতে নিয়ে এসে ভয় দেখিয়ে জোড়পূর্বক মাসুম মিনা আমার কাছ থেকে ৮২ শতক জমি লিখে নেয়। এটা জুলুম হয়েছে আমার প্রতি। এ কথা কাউকে বললে মেরে ফেলার হুমকিও দেয় মাসুম মিনা।</p> <p style="text-align:justify">জমি জোড় পূর্বক লিখে নেওয়ার বিষয়ে মাসুম মিনার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি তার নিকট থেকে টাকা দিয়ে জমি কিনেছি। তার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দুর্গাপুরে পুলিশ সদস্য হত্যা মামলায় গ্রেপ্তার ২" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/12/1736683613-b8417d0e8c01bcc256b36dcb32466a41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দুর্গাপুরে পুলিশ সদস্য হত্যা মামলায় গ্রেপ্তার ২</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/12/1467864" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">এ বিষয়ে তৎকালীন সাবরেজিস্টার কর্মকর্তা জোবায়ের হোসেনের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।</p> <p style="text-align:justify">নাজিরপুর থানার (ওসি তদন্ত) বিকাশ চন্দ্র জানান, রেজাউল সাহেব থানায় কোনো অভিযোগ দিয়েছে কিনা আমার নলেজে নাই, তবে তিনি যদি লিখিত অভিযোগ দেন তাহলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।</p> <p style="text-align:justify">এ বিষয়ে নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মিজানুর রহমান দুলাল জানান, বিএনপি একটি বড় স্বচ্ছ রাজনৈতিক দল। এখানে কোনো চাঁদাবাজ, ধান্দাবাজ, লুটকারীর স্থান নাই। মাসুম মিনার বিরুদ্ধে এমন কোনো অভিযোগ আমাদের কাছে এখনো আসে নাই। যদি কেউ কোনো লিখিত অভিযোগ আজকের মধ্যে দেয়, সন্ধ্যার মধ্যে আমি তাকে স্থায়ী বহিস্কার করব। তারেক রহমানের নির্দেশ কোনো অপকর্মকারী আমাদের দলের মধ্যে থাকতে পারবে না। </p> <p style="text-align:justify">এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. মুকিদ হাসান জানান, বাসুদেব চ্যাটার্জি আমার কাছে অভিযোগ নিয়ে এসেছিলেন। আমি নাজিরপুর থানার ওসিকে রেফার্ট করে দিয়েছি, তিনি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।</p>