<p>জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘স্বৈরাচারী গোপালি হাসিনার চোখ শুধু ঢাকা থেকে তার বাপের বাড়ি টুঙ্গিপাড়া পর্যন্ত সীমাবদ্ধ ছিল, দেশের অন্য কোথাও তার চোখ পড়েনি। চা শিল্পেও শেখ পরিবার ভাগ বসিয়েছিল।’</p> <p>রবিবার (১২ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরমা চা-বাগান মাঠে পঞ্চায়েত কমিটি ও চা-ছাত্র যুবসংঘের আয়োজনে চা শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শার্ট ছাড়া ছাত্রীদের বাড়ি পাঠালেন প্রধান শিক্ষক" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/12/1736685548-bd4825e92a79973327c087b872fbecab.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শার্ট ছাড়া ছাত্রীদের বাড়ি পাঠালেন প্রধান শিক্ষক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2025/01/12/1467877" target="_blank"> </a></div> </div> <p><br /> ‘ন্যাশনাল টি কম্পানির সব চা-বাগান অবিলম্বে চালু করো। শ্রমিক ও চা শিল্প রক্ষায় কার্যকর ভূমিকা গ্রহণ করো, মনুষ্যোচিত মজুরি, শিক্ষা স্বাস্থ্য বাসস্থান ও চাকরি নিশ্চিত করো’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে চা শ্রমিকদের সমাবেশ অনুষ্ঠিত হয়।</p> <p>সারজিস আলম বলেন, চা-বাগানে কোনো মদের পাট্টা থাকবে না। যেসব চা-বাগানে মদের পাট্টা রয়েছে সেগুলো গুঁড়িয়ে দেওয়ার জন্য চা শ্রমিকদের প্রতি অনুরোধ জানান।</p> <p>বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন মনু-ধলই ভ্যালির সভাপতি ধনা বাউরীর সভাপতিত্বে চা শ্রমিক সমাবেশে আপন বোনার্জী রুদ্র ও ভোলা সিংহের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় সংগঠক প্রীতম দাশ, কেন্দ্রীয় সম্মনয়ক শ্যামলী সুলতানা জ্যানি, আসাদুল্লাহ গালিব ও কুরমা চা বাগানের সহকারী ব্যবস্থাপক ইউসুফ খাঁন প্রমুখ।</p> <p>সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন চা শ্রমিক কন্যা খাইরুন আক্তার, স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম, পঞ্চায়েত সভাপতি নারদ পাশী, চা শ্রমিক নারী নেত্রী গীতা রানী কানু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জান্নাতুল জেমি।</p>