<p>বাংলাদেশের হয়ে বিপিএলে সেঞ্চুরির পথ দেখিয়েছিলেন শাহরিয়ার নাফীস। ২০১৩ বিপিএলে দুরন্ত রাজশাহীর বিপক্ষে খুলনা রয়েল বেঙ্গলসের হয়ে ১০২ রানের অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বাঁহাতি ব্যাটার। তার দেখানো পথে পড়ে আরও সাত ব্যাটার সেঞ্চুরি করেছেন।</p> <p>সেঞ্চুরির সেই তালিকায় আজ নতুন অতিথি হিসেবে লিটন দাস জায়গা পেয়েছেন। টি-টোয়েন্টি ক্যারিয়ারের অভিষেক সেঞ্চুরিটি আবার বাংলাদেশের হয়ে দ্রুততম। ৪৪ বলে সেঞ্চুরি করেছেন উইকেটরক্ষক-ব্যাটার। তার সঙ্গে আজ সেঞ্চুরি করেছেন তানজিদ হাসান তামিমও। লিটনের প্রথম হলেও ‘ছোট’ তামিমের এটা দ্বিতীয় সেঞ্চুরি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিপিএলের রেকর্ড ব্যবধানে ঢাকার প্রথম জয়" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/12/1736697359-e16b5f560ba01f2048c2b36b689418f4.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিপিএলের রেকর্ড ব্যবধানে ঢাকার প্রথম জয়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2025/01/12/1467946" target="_blank"> </a></div> </div> <p>দুর্বার রাজশাহীর বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরিতে একটা কীর্তি গড়েছেন তানজিদ তামিম। বিপিএলে দুটি সেঞ্চুরি হাঁকানো বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার তিনি। এর আগে সর্বশেষ বিপিএলে খুলনা টাইগার্সের বিপক্ষে ১১৬ রানের ইনিংস খেলেছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলা তানজিদ তামিম। বাঁহাতি ব্যাটারের আগে দুটি সেঞ্চুরির কীর্তি ছিল শুধু তামিম ইকবালের।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দ্রুততম সেঞ্চুরি হাঁকিয়ে গেইলের পাশে লিটন" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/12/1736694482-4a5628106fc6a644f440c8c61a240625.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দ্রুততম সেঞ্চুরি হাঁকিয়ে গেইলের পাশে লিটন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2025/01/12/1467928" target="_blank"> </a></div> </div> <p>‘ছোট’ তামিমের এমন কীর্তিতে আজ সঙ্গী পেলেন ‘বড়’ তামিম। গত পরশু আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো তামিম দুটি সেঞ্চুরির সর্বশেষটি করেছেন ২০২২ বিপিএলে। সেদিন অপরাজিত ১১১ রানের ইনিংসটি খেলেন সিলেট সানরাইজার্সের বিপক্ষে মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে। এর আগে ২০১৯ বিপিএলে হাঁকান প্রথম সেঞ্চুরি। সেবার ১৪১ রানের অপরাজিত ইনিংস খেলেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে, ঢাকা ডমিনেটরসের বিপক্ষে। তাদের বাইরে একটি করে সেঞ্চুরি করেছেন নাফিস, মোহাম্মদ আশরাফুল, সাব্বির রহমান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় ও লিটন।</p>