<p>পার্থিব জীবনে মানুষ অনেক কাজের উদ্যোগ নেয়। তবে সব কিছু সম্পন্ন করতে পারে না। অনেকে কাজের শুরুতে প্রশংসা কুড়ালেও শেষ পর্যায়ে এসে বিতাড়িত হয়ে থাকেন। তাই এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে রক্ষা পেতে রাসুল (সা.) একটি ছোট অথচ অর্থবহ দোয়া শিখিয়েছেন। তা পড়লে মুমিনের অন্তর যেমন প্রশান্ত হবে, তেমনি বৃদ্ধি পাবে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস। দোয়াটি হলো- </p> <p style="text-align:center"><strong>اللَّهُمَّ أَحْسِنْ عَاقِبَتَنَا فِي الْأُمُورِ كُلِّهَا وَأَجِرْنَا مِنْ خِزْيِ الدُّنْيَا وَعَذَابِ الْآخِرَةِ</strong></p> <p>উচ্চারণ : আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজইদ দুনিয়া ওয়া আজিবিল আখিরাহ</p> <p>অর্থ : হে আল্লাহ, আপনি আমাদের সব বিষয়ের শেষ মুহূর্তকে সুন্দর করুন। এবং আমাদের দুনিয়ার লাঞ্ছনা  ও আখিরাতের আজাব থেকে আশ্রয় দিন।</p> <p>হাদিস : বুসরু বিন আরতায়াহ (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.) উল্লিখিত দোয়া পড়তেন। (মুসনাদে আহমদ, হাদিস নম্বর : ১৭৬২৮) <br />  </p>