<p style="text-align:justify">স্বৈরাচারী শক্তির সব ষড়যন্ত্র নস্যাৎ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলছেন, ‘ঐক্যবদ্ধ থাকলে অতীতে পারেনি, ভবিষ্যতেও কোনো ষড়যন্ত্রকারী বিএনপির কোনো ক্ষতি করতে পারবে না।’</p> <p style="text-align:justify">আজ রবিবার দুপুরে রাজধানীর ভাসানটেক ৩ নম্বর মোড় বিআরপি কমপ্লেক্স মাঠে ভাসানটেক থানা বিএনপির কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘১৭ বছর ধরে আওয়ামী স্বৈরাচার সরকারের জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন বিএনপির নেতাকর্মীরা সহ্য করেছেন। স্বৈরাচার আওয়ামী সরকার বিএনপিকে বহুভাবে ষড়যন্ত্র করে ভাঙার চেষ্টা করেছে। কিন্তু কোনো চেষ্টা তাদের সফল হয়নি। কারন বিএনপি এ দেশের গণমানুষের দল।’</p> <p style="text-align:justify">তিনি আরো বলেন, ‘একটি অবাধ-সুষ্ঠু নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ৩১ দফা বাস্তবায়নের কাজ করবে।’</p> <p style="text-align:justify">বিএনপির এই নেতা বলেন, ‘সংস্কার তখনই পরিপূর্ণ করা যাবে যখন দেশে একটা নির্বাচিত সরকার আসবে। নির্বাচিত সরকার ছাড়া পরিপূর্ণভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার সম্ভব নয়।’</p> <p style="text-align:justify">এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান প্রমুখ।</p>