<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ধানমণ্ডি এলাকার সীমান্ত স্কয়ার শপিং মলের একটি সোনার দোকানে দিনদুপুরে চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ৫০ ভরি আট আনা স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য দেন ডিবি দক্ষিণের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ধারাবাহিক অভিযান চালিয়ে কক্সবাজার ও কুমিল্লা থেকে মো. রুবেল (২৮), সফিক ওরফে সোহেল (৩৫) ও সাদ্দাম হোসেনকে (৩১) গ্রেপ্তার করে ডিবি লালবাগ। সিসি ক্যামেরার ফুটেজে ছবির সঙ্গে প্রযুক্তিগত বিশ্লেষণ এবং অন্যান্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৯ জানুয়ারি অভিযান চালিয়ে প্রথমে কক্সবাজার থেকে চট্টগ্রাম আসার পথে মো. রুবেল (২৮) নামের একজনকে হেফাজতে নেওয়া হয়। তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে পরবর্তী সময়ে কুমিল্লার দেবীদ্বার বাজারসংলগ্ন নিউ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে সফিক ওরফে সোহেলকে (৩৬) হেফাজতে নেওয়া হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার মুরাদনগর থানা এলাকার কোম্পানীগঞ্জ বাজারের একটি গয়নার দোকান থেকে ২৮ ভরি ১৪ আনা চুরি যাওয়া স্বর্ণালংকার এবং ২১ ভরি ১০ আনা চুরি যাওয়া স্বর্ণালংকারের গলিত স্বর্ণ উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে সাদ্দাম হোসেন (৩১) নামের আরো এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত শুক্রবার দুপুরের দিকে রাজধানীর ধানমণ্ডি মডেল থানাধীন বিজিবি সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরের ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স (দোকান নম্বর ০১৪ ও ০১৫) শোরুমে চুরির ঘটনা ঘটে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় ওই শোরুমের মালিক কাজী আকাশ বাদী হয়ে ধানমণ্ডি মডেল থানায় একটি মামলা করেন।</span></span></span></span></span></p>