<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অভিযান চালিয়ে সীমান্ত অতিক্রমের অভিযোগে ১৫৫ ভারতীয় নাগরিক, ১৪ হাজার ৩৩৬ জন মায়ানমারের ও দুই হাজার ৬৭৮ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। আটকের পর তিন দেশের ১৭ হাজার ১৬৯ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এসব তথ্য জানান। তিনি জানান, বিজিবি একই সময়ে সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে দুই হাজার ১৮৪ কোটি ২৮ লাখ ৫২ হাজার টাকা মূল্যের চোরাচালানের পণ্য জব্দ করে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>