<p>নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রাকের ধাক্কায় রাশিদা (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) বিকেলে ফতুল্লার কাশীপুর দেওয়ান বাড়ির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ রাশিদা পশ্চিম দেওভোগ এলাকার বাসিন্দা রিয়াদ হোসেনের স্ত্রী।</p> <p>বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, বাজার থেকে বাসায় যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন রাশিদা। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। </p>