<p>ব্যবসায়িক কাজে গিয়ে চট্টগ্রামে গিয়ে গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ব্যবসায়ী উত্তম দাস (৩৭)। গত বৃহস্পতিবার চট্টগ্রাম যাওয়ার পর শুক্রবার রাত থেকে পরিবারেরর লোকজন তার কোনো খোঁজ পাচ্ছে না। উত্তম দাসের ব্যবহৃত দু’টি মোবাইল ফোন বন্ধ রয়েছে। বিষয়টি চট্টগ্রামের কতোয়ালি ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানাকে অবহিত করা হয়েছে।</p> <p>উত্তম দাস কসবা উপজেলার কুটি ইউনিয়নের জাজিরা গ্রামের গৌরাঙ্গ দাসের ছেলে। পেশায় তিনি একজন শুঁটকি ব্যবসায়ী। ব্যবসায়িক কাজে তিনি প্রায়ই চট্টগ্রাম যেতেন বলে পরিবারের লোকজন জানিয়েছেন। তিন দিন ধরে তার খোঁজ না পেয়ে পরিবার দুশ্চিন্তায় পড়েছেন।</p> <p>নিখোঁজ উত্তম দাসের ভাগ্নে সত্য রঞ্জন দাস জানান, ব্যবসায়িক কাজে বৃহস্পতিবার তিনি চট্টগ্রামে যান। শুক্রবার রাত ৮টা নাগাদ পরিবারের লোকজনের সঙ্গে তার সর্বশেষ কথা হয়। একটি আবাসিক হোটেলে তিনি অবস্থান করবেন বলে জানান তিনি। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তার সঙ্গে দু’টি আইফোন, হাতে স্বর্ণের ব্রেসলেট ও আংটি ছিল। নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যরা প্রথমে বিষয়টি কসবা থানা পুলিশ ও পরে কোতোয়ালি থানা পুলিশকে অবগত করা হয়। পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। পরিবারের সদস্য এখনো চট্টগ্রামে খোঁজাখুঁজি করছেন।’</p> <p>উত্তম দাসের ছোট ভাই সুশান্ত দাস জানান, দাদা শুঁটকি মাছের পাইকারি ব্যবসা করেন। এজন্য তিনি চট্টগ্রামের বড় আড়তে প্রায়ই যেতেন। শুক্রবার রাতে যোগাযোগ বন্ধ হওয়ার পর থেকে খোঁজ করে পাওয়া যাচ্ছে না। বিষয়টি সেখানকার স্থানীয় পুলিশকে অবহিত করা হয়েছে।</p> <p>চট্টগ্রামের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম রবিবার বিকেলে সাংবাদিকদেরকে জানিয়েছেন, বিষয়টি তারা অবগত আছেন। ওই ব্যবসায়ীকে খোঁজে বের করতে পুলিশ কাজ করছে বলে জানান ওই কর্মকর্তা। </p>