<p style="text-align:justify">রাজধানীর এলিফ্যান্ট রোডের বিপণিবিতান মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে চাপাতি দিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।</p> <p style="text-align:justify">রবিবার (১২ জানুয়ারি) দুপুরে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ এ হুঁশিয়ারি দেন।</p> <p style="text-align:justify">রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় চাঁদাবাজির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। চাঁজাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে অন্তর্বর্তী সরকার।</p> <p style="text-align:justify">তিনি আরো বলেন, এলিফ্যান্ট রোডের ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের ভয় না পেতে আশ্বস্ত করেন আসিফ মাহমুদ।</p> <p style="text-align:justify">উল্লেখ্য, শুক্রবার রাত ১১টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে ব্যবসায়ী এহতেশামুল হককে ৮ থেকে ১০ দুর্বৃত্ত এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।</p>