<p style="text-align:justify">ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসন সংকট দূরীকরণের জন্য নতুন হল নির্মাণ এবং ছাত্রদের হলসমূহের জরাজীর্ণ ভবন সংস্কার ও পুনর্নির্মাণের জন্য উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রদল।</p> <p style="text-align:justify">আজ রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্যের কার্যালয়ে তাকে স্মারকলিপি দেন ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী।</p> <p style="text-align:justify">স্মারকলিপিতে বলা হয়, ‘পতিত ফ্যাসিবাদী আওয়ামী শাসনের অবসানের পরে বর্তমানে সম্পূর্ণ বৈধ উপায়ে হলের সিট বরাদ্দ দেওয়া হলেও ছাত্রী হলসমূহে পর্যাপ্ত আসন না থাকায় এখনো অনেক ছাত্রী প্রথম বর্ষ পার হয়ে দ্বিতীয় বর্ষ সম্পন্ন করলেও হলের গণরুমে অথবা বাইরে মেস ও হোস্টেলে রুম ভাড়া করে থাকছেন।’</p> <p style="text-align:justify">এতে বলা হয়, ‘হাজী মুহম্মদ মুহসীন হলের ২০৪ নম্বর কক্ষের ছাদের পলেস্তারা ভেঙে পড়ে আবাসিক শিক্ষার্থী মাসুদ রানা মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। ঘটনাটি সকলকে ১৯৮৫ সালের ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবসের ব্যথাতুর ইতিহাস আবারও স্মরণ করিয়ে দিয়েছে।’</p> <p style="text-align:justify">স্মারকলিপিতে ছাত্রদল বলেছে, একটি আবাসিক বিশ্ববিদ্যালয়ে উত্তম শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণের প্রথম শর্ত হলো শিক্ষার্থীদের খাদ্য ও আবাসনের কোনোরূপ সংকট না থাকা। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসিক হলের সংস্কার ও পুনর্নির্মাণের যে দাবি তুলেছে তার সঙ্গে ছাত্রদল সম্পূর্ণ একমত।</p> <p style="text-align:justify">ছাত্রদলের দাবি হলো বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রীদের আবাসন সংকট নিরসনে একাধিক আবাসিক ভবন নির্মাণ, সাময়িকভাবে সংকট মোকাবেলায় কিছু ভবন অধিগ্রহণ করে ছাত্রীদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা, ক্যাম্পাসসংলগ্ন এলাকায় তাদের আবাসনের জন্য উপযুক্ত আর্থিক সহায়তা প্রদানসহ ছাত্রদের নিরাপত্তা বিবেচনায় জরাজীর্ণ ভবনসমূহ অতি দ্রুত সংস্কার ও পুনর্নির্মাণের বিষয়ে পদক্ষেপ নেওয়া।</p>